Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, September 28, 2017

লামায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
*********************************************************
লামায় শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, মা দূর্গার আগমন সমাজে শান্তি সম্প্রীতি সু-দৃড় হবে। ধর্ম যার যার উৎসব সবার এই আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজম্মকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হতে হবে।
বুধবার লামা কেন্দ্রিয় হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ত্রাণবিতরণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, বান্দরবান জেলা প্রশাসক দিলপি কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত রায়, আঞ্চলিক পরিষদ সদস্য বাবু কাজল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বান্দরবান কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি অমল কান্তি দাস, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল ও অনুষ্ঠানের সভাপতি হরিমন্দির কমিটির সভাপতি প্রসান্ত ভট্টাচার্য্য প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা প্রদীপ কান্তি দাশ।
 
অনুষ্ঠান শেষে সনাতনি ও বৌদ্ধধর্মাবলম্বি তিনশো জন দরিদ্র নারীকে শাড়ি ও থামি বিতরণ করেন প্রধান অতিথি। পূজা উদযাপন পরিষদ সূত্রে জানাযায়, একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়।