Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Wednesday, February 15, 2017

লামা বাজারে অভিযানে পলিথিন জব্দ, ৩ ব্যবসায়িকে জরিমানা



বান্দরবানের লামায় ভ্রাম্যমান আদালত কর্তৃক পৌর শহরে অভিযান চালিয়ে পলিথিন জব্দ করেছে।

নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ৬ “ক”র অপরাধে ১৫ ধারায় মুদি ব্যবসায়ী মো: ইব্রাহীম-এর ৫ হাজার টাকা অর্থ দন্ড করেন।
একই সময় ভোক্তা অধিকার আইনে হোটেল শাহ জব্বারিয়া ও মধুবন রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা করে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
মঙ্গলবার দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু-এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহেদ ইকবাল (সহকারী কমিশনার ভুমি) যৌথ অভিযান করেন।
লামা উপজেলায় নিষিদ্ধ পলিথিন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে তিন দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদ ইকবাল উপজেলা শহরে এ যৌথ অভিযান চালান।

বিশেষ কৃতজ্ঞতা: তথ্য ও ছবি: এম.বশিরুল আলম, লামা, বান্দরবান পার্বত্য জেলা।