আজ লামা উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন ২০১৬-২০১৭
অর্থবছরের "গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু ও কালভার্ট নির্মাণ" প্রকল্পের
আওতায় লামা উপজেলায় ঠিকাদার/ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের লক্ষে লটারী
কার্যক্রম পরিচালনা করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট, লামা, বান্দরবান পার্বত্য জেলা। 

এসময় উপস্থিত
ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ। উক্ত
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী, পিআইওসহ টেন্ডার এ অংশগ্রহণকারী ঠিকাদারগণ এসময়
উপস্থিত ছিলেন।






