Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Wednesday, February 1, 2017

লামা উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

আজ লামা উপজেলায় "শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু'র নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় উপজেলাস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক কোমলমতি শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে লামা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্র শেষে আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ,সহকারি শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন, পৌরসভাস্থ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Image may contain: 9 peopleImage may contain: 21 peopleImage may contain: 6 people, people on stage, people standing, child and outdoorImage may contain: 10 people, people standing and outdoorImage may contain: 4 people, people standing, people walking and outdoor