Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Wednesday, February 22, 2017

লামার গজালিয়া থেকে অবৈধ ভাবে পাথর পাচারের সময় ট্রাক আটক



৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর পাহাড় কেটে স্তুপ করে রেখেছে ।

যে কোন সময় পাচার হয়ে যেতে পারে লামা উপজেলার গজালিয়ার মিনঝিরি হতে প্রশাসনের অগোচরে বিনা অনুমতিতে অবৈধ ভাবে চুরি করে পাথর পাচারকালে ১টি পাথর বোঝাই ট্রাক আটক করেছে লামা থানার পুলিশ। 
 
বুধবার বেলা ১২টায় প্রথমে গজালিয়া পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ গাড়ীটি আটক করে পরে লামা থানার পুলিশ জব্দকৃত গাড়ীটি লামা থানায় নিয়ে আসে। পাথর গুলো ফাইতং ছিয়ততলী এলাকার সাবেক মেম্বার ধর্ম চরণ ত্রিপুরার বলে জানা গেছে।
পরিবেশ ধ্বংসকারী এ রকম মানুষ গুলোকে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
সরজমিনে গিয়ে দেখা যায়, লামা সুয়ালক রোডের গজালিয়া নিমন্দ্র মেম্বার ত্রিপুরা পাড়ার পাশ দিয়ে মিনঝিরি মুখী পাহাড় কেটে কাঁচা রোড় তৈরী করে পাথর গুলো বের করছে। ভিতরে গিয়ে দেখা যায় প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর পাহাড় কেঠে উত্তোলন করে পাচারের জন্য স্তুপ করেছে এই পাথর চোরের সিন্ডিকেটটি। যে কোন সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাথর গুলো পাচার করা হবে বলে জানায় স্থানীয় উপজাতি ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন।


বিশেষ কৃতজ্ঞতা: তথ্য ও ছবি: এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা, বান্দরবান পার্বত্য জেলা।