Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, August 2, 2018

লামার গজালিয়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত


।। মংছিংপ্রু, লামা, বান্দরবান পার্বত্য জেলা।। ২০১৮-০8-01।

শেখ হাসিনার উপহার একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার এই প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলায় গজালিয়া ইউনিয়নের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ‘ক্যাংগহখ্যাং পাড়া গ্রাম উন্নয়ন সমিতি’র’ উদ্যোগে উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে। ০১ আগষ্ট বুধবার বিকালে গজালিয়া ইউনিয়নস্থ গাইন্ধ্যা পাড়ায় ক্যাংগহখ্যাং সমিতির অফিসে এ উঠান বৈঠক হয়।

 একটি বাড়ি একটি খামার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত একটি অগ্রাধিকার মূলক প্রকল্প এবং ১০টি উদ্যোগের মধ্যে এটিই প্রথম নম্বর উদ্যোগ। নিজস্ব পুঁজি ব্যবস্থাপনায় প্রান্তিক পর্যায়ে স্থানীয় প্রাকৃতিক ও মানব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন নিশ্চিত করে দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন করার হল এ প্রকল্পের মূল লক্ষ্য।  এ প্রকল্পের আওতায় লামা উপজেলায় মোট ৬৪টি গ্রাম উন্নয়ন সমিতির গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।

অনুষ্ঠিত ক্যাংগহখ্যাং পাড়া গ্রাম উন্নয়ন সমিতি’র সভাপতি উশৈঞ্য মার্মা সভাপতিত্বে উঠান বৈঠকে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। বিশেষ অতিথি ছিলেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক উবাঞেই রাখাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি ব্রান্ডিং প্রকল্পের মধ্যে একটি। এ প্রকল্পের আওতায় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে দরিদ্র মানুষের জন্য স্থায়ী তহবিলের ব্যবস্থা করা এবং ঐ তহবিলকে আয়বর্ধক কাজে নিয়মিতভাবে ব্যবহার করে স্থায়ী আয়ের ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য দূর করার লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, প্রকল্প মাধ্যমে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির উপার্জনের ব্যবস্থা হবে, দরিদ্র মানুষ দারিদ্রতার হাত থেকে রক্ষা পাবে। ভিশন ২০২১ সালে মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সকলকে সামনে দিকে চলতে হবে। এছাড়া তিনি এ প্রকল্পের মাধ্যমেই দরিদ্র মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করা সম্ভব বলে পরামর্শ প্রদান করেন।

উঠান বৈঠকে আলোচনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকল্পের আওতায় সমিতি’র সদস্যদের মাঝে ঋণ বিতরণ করেন। এসময় গজালিয়া ইউপি মহিলা সদস্য হাইচিংনুং মার্মা, ইউপি সচিব পরিতোষ সহ সমিতি’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: লেখকের ফেসবুক পেজ, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।