Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Saturday, April 29, 2017

"লামার কামরুলের প্যারেড কমান্ডে মুগ্ধ প্রধানমন্ত্রী"


"লামার কামরুলের  প্যারেড কমান্ডে মুগ্ধ প্রধানমন্ত্রী"

মহান স্বাধীনতা ও জতীয় দিবসের জাতীয় শিশু কিশোর সমাবেশ।সারাদেশের বাছাই করা শিক্ষা প্রতিষ্ঠান কুচ কাওয়াজের জন্য প্রস্তুত।মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে  কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের প্যারেড দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা. মন্ত্রী পরিষদ সদস্যবর্গ. তিন বাহিনী প্রধান সহ জাতীয় নেতৃত্ব উপস্থিত।শুরু হল প্যারেড।কামরুলের দল কুচ কাওয়াজ ও প্যারেড প্রদর্শন করলেন। জাতীয় পর্যায়ে  প্রথম স্থান অর্জন করল কামরুলের দল।সে লামা ইউনিয়নের মেউলার চর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।দুই ভাই এক বোনের মধ্যে সে বড়।গত ২০০৫ খ্রীঃ শিশু শ্রেনীতে কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি হয়।৫ম শ্রেনীতে ১ম.৮ম শ্রেনীতে জিপিএ-৫ ও ২০১৬ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯৪ পেয়েছে।বর্তমানে এইসএসসি ২য় বর্ষে অধ্যয়নরত। প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শিত প্যারেড টি গত ২৬ এপ্রিল'১৭ বুধবার প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি' র সামনে পূনরায় প্রদর্শন করেন।ভিডিও করেছেন প্রিয়ভাই সাংবাদিক খগেশ প্রতি।
https://youtu.be/2NPQQOocr08