Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Monday, April 24, 2017

লামায় রস্ক ফেইজ-২ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অা ২৪.০৪.২০১৭খ্রিঃ তারিখ লামা উপজেলা পরিষদ সভাকক্ষে RCSC-II phase-II প্রকল্পের আওতায় প্রি-ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের ইনডাকশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খিনওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লামা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. মিজানুর রহামান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রস্ক ফেইজ-২ প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থোয়াইনু অং চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভাগীয় প্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।