Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Sunday, April 30, 2017

লামার গজালিয়ায় পার্বত্য প্রতিমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ৩০ এপ্রিল রোববার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চিন্তাবর পাড়া রাস্তা, গজালিয়া বমু খালের উপর ব্রিজ, এলজিইডির তত্ত্বাবধানে গজালিয়া-ফাইতং সড়ক নির্মান, পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে গজালিয়া বাজারে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন ও গজালিয়া ইউনিয়ন পরিষদরে উদ্যোগে সোলার প্যানেল বিতরন করেন।
রবিবার একদিনের সরকারি সফরে  বিভিন্ন গগণ্যমান্য ব্যক্তিবর্গসহ সফরসঙ্গীদের সাথে এসময় সার্বিক সহযোগীতায় ছিলেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান।
পরে স্থানীয় গজালিয়া বাজার মাঠে গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।