Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Saturday, April 22, 2017

লামায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ ও রাসায়নিক সার বিতরণ



বান্দরবানের লামায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক ৩শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০ ও ২১ এপ্রিল ২দিন ব্যাপী বিতরণ কার্যক্রম চলে।

খরিপ -১/২০১৭- ১৮ মৌসুমে উফসী আউস ও নেরিকা আউস আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রমোদনা কর্মসূচীর আওতায় এই বিতরণ করা হয়। ২০ এপ্রিল বৃহস্পতিবার বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এম.পি। লামা উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিতরণ অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শত কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় জন-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা যায়, খরিপ -১/২০১৭- ১৮ মৌসুমে লামা উপজেলার ২৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সিওর ক্যাশের মাধ্যমে সেচ সহায়তা বাবদ ৪শত টাকা দেয়া হয়। ৫০ জন নেরিকা আউশ চাষীকে ১০ কেজি করে নেরিকা আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সিওর ক্যাশের মাধ্যমে সেচ এবং আগাছা দমন বাবদ ৮শত টাকা দেয়া হয়।
বিশেষ কৃতজ্ঞতা: তথ্য ও ছবি: মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা, বান্দরবান পার্বত্য জেলা।