Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Monday, January 30, 2017

বান্দরবান জেলায় চাকুরীর সুযোগ!!!

হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর 

শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিছন্নতা কর্মী

 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

 বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়- এর নিম্ন বর্ণিত শুন্যপদ সমূহে পূরণে লক্ষে জাতীয় বেতন-২০১৫ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নিধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১. অফিস সহায়ক- পদ সংখ্যা ৯ জন, বেতনস্কেল/গ্রেড ৮২৫০-২০০১০/- (গ্রেড ২০)।
২. নিরাপত্তা প্রহরী- পদ সংখ্যা ৩ জন, বেতনস্কেল/গ্রেড ৮২৫০-২০০১০ (গ্রেড ২০)।
৩. পরিচ্ছন্নতা কর্মী- পদ সংখ্যা ০২ জন, বেতনস্কেল/গ্রেড ৮২৫০-২০০১০ (গ্রেড ২০)।

সকল পদে শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে চলবে। আর কি কি কাগজ পত্র দরখাস্তের সহিত জমা দিতে হবে তা নিয়োগ বিজ্ঞপ্তি এ উল্লেখ করা রয়েছে।

আরও জানতে যোগাযোগ করুন এই লিংক এ 

http://www.bandarban.gov.bd/