Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, January 26, 2017

লামা উপজেলায় ‘উন্নয়ন মেলা-২০১৭’ সফলভাবে সম্পন্ন...

"শেখ হাসিনার দর্শন- বাংলাদেশের উন্নয়ন", "উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র", "শেখ হাসিনার দর্শন-সব মানুষের উন্নয়ন" এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে উপস্থাপন করার লক্ষ্যেই তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা যা ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ১১ জানুয়ারি পর্যন্ত লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে লামা টাউন হল প্রাঙ্গনে সফলভাবে আয়োজিত হয় ‘উন্নয়ন মেলা-২০১৭’। সমাপনী দিবসে এ মেলায় অংশগ্রহনকারী স্টলসমূহ পরিদর্শন করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলার নের্তৃত্বে এসময় প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, লামা ও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও উপজেলাস্থ জনসাধারণ উপস্থিত ছিলেন।