Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Friday, September 1, 2017

লামা-আলীকদমের পাহাড়ি ঢালুতে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানিকারকরা ট্যাক্সের নামে ভোগান্তির শিকার (পর্ব-০৪)

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
************************************************************************
লামা-আলীকদমের কৃষিপন্য রপ্তানিকারকদের থেকে ইজারাদাররা একই পন্যের উপর একাধিকবার  কর নিচ্ছেন। বিষয়টির প্রতি কারো নজর নেই। পাহাড়ে বর্ষার সবজি উৎপাদন প্রায় শেষের পর্যায়। এর মধ্যে জুমে উৎপাদিত পাহাড়িদের নানান জাতের সবজি ও ফলমূল বাজার সয়লাব হতে শুরু করেছে। জুমের মিষ্টি কুমড়ো, মরিচ, বেগুন, খিরা, কাকরল, মসল্লা জাতীয় পাতা, লাউসহ নানা রকম জুম ফসলে ভরা বাজার। ভাদ্র মাস জুমের সবচেয়ে ব্যস্ততম সময় কাটায় জুমিয়ারা। ফসলের পরিচর্যার পাশাপাশি এসময় পরিপক্ক ফসল নিয়ে বাজারে আসতে শুরু করেছে জুম চাষীরা। এসবের মাঝে রয়েছে, চিনারগুলা, মারফা, ভূট্টা, বাঁশ করুল, পাহাড়ি ধাইন্যা মরিচ, পাহাড়ি আলু, জামবুরা, চাইলতা, কামরাঙ্গা ইত্যাতি। রাসায়নিক সারের কম ব্যবহারে পাহাড়ে উৎপাদিত জুমের ফসল এখন সরাসরি রাজধানি ঢাকা শহরেও বিক্রি হয়। পাহাড়িদের ঐতিহ্যগত চাষ ফসল হিসেবে এসব পণ্যে শহরবাসীকে ব্যতিক্রম স্বাধে মুগ্ধ করে। এ কারণে ভাদ্রমাস ব্যপি জুমে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি ও ফলমূল ট্রাক-পিকআফ যোগে শহর বন্দরে যায়। এসব কৃষিপণ্য শহরে পৌঁছতে পথে কয়েকদফা ট্যাক্স প্রদান করতে হয়।
চট্টগ্রামস্থ অভ্যান্তরীণ রপ্তানি কারক রফিক উদ্দিন মাহমুদ জানান, চলতি মৌসুমে সে লামা উপজেলার রুপসিপাড়া থেকে শুধু ৪০ লাখ টাকার চিচিঙ্গা সবজি কিনেছেন। প্রতি কেজির গড় মূল্য ৩০ টাকা। এসব সবজি পরিবহনকালে সে একাধিক পয়েন্টে টোল/ট্যাক্স দিতে হয়। এর মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নে দিতে হয় পিকআফ প্রতি আটশ্ টাকা, এবং একই পরিবহনকৃত পণ্যের উপর কুমারী টুল পয়েন্টে জেলা পরিষদ ইজারাদারকে দিতে এক হাজার টাকা।
ব্যবসায়ী আহমদ নবী জানান, স্থানীয়ভাবে উৎপাদিত এসব কৃষিপণ্যের উপর একাধিকবার টোল/ট্যাক্স দেয়ার বিরল ঘটনা বোধ হয় পার্বত্যাঞ্চলেই রয়েছে। এই ব্যবসায়ী বলেন, ট্যাক্স বিড়ম্বনা ছাড়াও পথে পথে আরো নানানভাবে হয়রানি হচ্ছেন তারা। এর ফলে এসব কৃষিপণ্য ক্রয়মূল্যের দ্বি-তিনগুন বেশি মূল্যে বিক্রি করতে হয়।
কৃষক আবু সায়েম বলেন, তিনি ৪ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে এ পর্যন্ত ৮ লাখ টাকার চিচিঙ্গা বিক্রি করেছেন। ৪ একর জমি থেকে প্রতি সাপ্তাহে সে ৫ হাজার কেজি চিচিঙ্গা উত্তোলন করে। সে জানায় আরো ২ লাখ টাকার সবজি বিক্রি হবে এবং ইতোমধ্যে তিনি জমিনে শীতের সবজি বীজ লাগিয়েছে।
কৃষক আবু তাহের জানান, সে ২ একর জমিতে সবজি চাষ করে তিন মাসে আড়াই লাখ টাকা মোনাফা অর্জন করেছে। চকরিয়া কাকারা নিবাসী এসব চাষীরা আগে তামাক চাষ করতেন। ওই চাষে তারা অতিরিক্ত শ্রম দিয়েও লাভের মূখ দেখেননি। পক্ষান্তরে তাদের পারিপাশ্বিক ও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। তারা জানান, পার্বত্য লামা উপজেলার রুপসিপাড়া ইউনিয়নে লামা খালের দুপারে প্রচুর পরিমান উর্বর ঢালু জমি রয়েছে। এসব জমি লাগিয়াত হিসেবে নিয়ে তারা কয়েকজন সবজি চাষ শুরু করেন। তারা সবাই এখন স্বাবলম্বি এবং স্বাস্থ্যের দিক থেকেও ভালো আছেন।