Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, August 31, 2017

লামা-আলীকদমের পাহাড়ি ঢালুতে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানিকারকরা ট্যাক্সের নামে ভোগান্তির শিকার ধারাবাহিক (পর্ব-০৩)

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
****************************************************************
লামা-আলীকদমে পাহাড়ের ঢালুসহ নদী-শাখা খাল অসংখ্য ছড়া-নালার তীরবর্তী উর্বর মাটিতে নানান জাতের সবজি হয়। রোগবালাই না থাকায় কিটনাশকমুক্ত হয় এখানকার সবজি, ফল-মূল। সাম্প্রতিক বছরগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। এর ফলে দুর্গমের সাথে শহরের যোগাযোগ স্থাপন হয়ে উৎপাদিত কৃষিপন্য দ্রুত বাজারজাত সম্ভব হচ্ছে।
কয়েকজন কৃষকের সাথে আলাপ করে জানা যায়, যোযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে  চলতি বছর এ পর্যন্ত লামা রুপসিপাড়া ইউনিয়ন থেকে ২০ লাখ টাকার চিচিঙ্গা, ১৫ লাখ টাকার ঝিঙ্গে, ১০ লাখ টাকার করল্লা, ১০ লাখ টাকার পেপে, ২০ লাখ টাকার কলা, ১০ লাখ টাকার শসা, ১০ লাখ টাকার সিম ও মিষ্টি কুমড়া, পাহাড়ি আলু,  ছড়াকচুসহ আরো প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন জাতের সবজি রপ্তানি হয়েছে। স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে উপজেলার প্রত্যন্তাঞ্চলে সড়ক নেট ওয়ার্ক গড়ে উঠায় একই ভাবে পৌর এলাকাসহ লামা, সরই, গজালিয়া, ফাঁসিয়াখালী, ফাইতং ও আজিজ নগর ইউনিয়ন থেকেও বিপুল পরিমান সবজি রপ্তানি হচ্ছে। এছাড়া রসনা বিলাসিদের স্বাধগন্ধে নতুন মাত্রা যোগকারী মুখের রুচিবর্ধক বিভিন্ন জাতের লেবু রপ্তানি হয়েছে প্রায় ৫০ লাখ টাকার।
অপরদিকে পাশ্ববর্তী আলীকদম উপজেলার ৪টি ইউনিয়ন থেকেও প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার সবজি রপ্তানি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক রপ্তানিকারক জানায়, কৃষিপণ্যের উপর কয়েকদফা ট্যাক্স দেয়ার প্রথম পর্ব শুরু হয়; আলীকদম উপজেলা ও ইউনিয়ন পরিষদ দিয়ে। সবজি ভর্তি বড় ট্রাক থেকে আলীকদম উপজেলা ও ইউনিয়ন পরিষদ ট্যাক্স নেয় দু’হাজার টাকা। পিকআফ হলে দিতে হয় ষোলশ টাকা। একই পরিবহনকৃত পণ্যে কুমারী জেলা পরিষদ পয়েন্টে দিতে হয়- আড়াই ও দেড় হাজার টাকা করে।
লামা পৌরসভার লাইনঝিরি পয়েন্ট, ইয়াংছা পয়েন্ট (পুলিশ ও বাঁশ বিড়ম্বনা), কুমারী বাজারঘেষে সড়কে জেলা পরিষদ এর ট্যাক্স। এর মধ্যে মহাসড়কে পৌঁছতে আরো কয়েকটি তল্লাশি পয়েন্টে বাঁশ ফেলে সময়ক্ষেপন করে। শেষ গন্তব্য চট্টগ্রাম কিংবা ঢাকা পর্যন্ত পৌঁছতে হাইওয়ে পুলিশসহ অসংখ্য প্রতিবন্ধকতা অতিক্রম করতে বিরক্তিকর আর্থিক হয়রানির শিকার হতে হয়। লামা উপজেলার রুপসিপাড়া ইউনিয়ন থেকে দু’হাজার কেজি সমান এক পিকআফ সবজির উপর ইউপি কর হিসেবে ইজারাদার নেয়- আটশ টাকা। একই পণ্যের পিকআফ থেকে জেলা পরিষদ নেয়-এক হাজার টাকা। রপ্তানিকারকরা জানান, কয়েক দফা ট্যাক্স দেয়ার পাশাপাশি বিভিন্ন তল্লাশি পয়েন্টগুলোতেও ট্যাক্সের চেয়ে বেশি টাকা দিতে হয়। এসব পয়েন্টগুলোতে টাকা না দিলে হয়রানিসহ সময় নষ্ট করে। এর ফলে সবজির সজিবতা হারায়। এসব সবজি টাটকা রাখতে দ্রুত গন্তব্যে পৌঁছে বাজারজাত কিংবা বিদেশে রপ্তানির জন্য পক্রিয়াজাত করতে হয়। ফলে সময় বাঁচানোর তাগিদে পরিবহনকারীরা পথে যে কোন কারোর অন্যায় আবদারও রাখতে হয়। ২০-৩০ টাকা কেজি সবজি কিনে চট্টগ্রাম ঢাকায় পৌঁছতে পরিবহন খরছ হয় ৫ টাকা, ট্যাক্স খরছ হয় ৫ টাকা, বিড়ম্বনা এড়াতে খরছ হয় ১০ টাকা। কাঁচামাল হেতু কিছু সবজি নষ্ট হয়ে, এর বিক্রয় মূল্য দাড়ায় তিনগুণেরও বেশি।