Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, August 22, 2017

লামায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন



কার্টেসিঃ মোহাম্মদ নুরুল করিম আরমান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবানের লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মোস্তফা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, বিএডিসির উপ-পরিচালক মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বিশেষ অতিথি ছিলেন।
মেলায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ১১টি স্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামুল্যে ফলদ ও বনজ গাছে চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।