Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, August 22, 2017

লামা উপজেলায় প্রাতিষ্ঠানিক মৎস্য চাষীদের মাঝে পোনা বিতরণ




কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা। 

 লামায় প্রাতিষ্ঠানিক মৎস্য চাষিদের মাঝে পোনা বিতরণ করেছে মৎস্য অধিদপ্তর। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যেগে বিভিন্ন প্রাতিষ্টানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণেরন জন্য রুই জাতীয়, মৃগেল, স্বরপুটি, রুই, কাতলা, গাসকার্প, র্কাপু, গনীয়া, কমনকাপ জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়। উপজেলার প্রত্যান্ত অঞ্চলের ২৬ টি প্রাতিষ্ঠানিক পুকুরের জন্য এসব মাছের পোনা বিতরণ করা হয় বলে সূত্রে জানা যায়।

এর আগে উপজেলা বিভিন্ন জলাশয়ে ও মৎস্য চাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছিল। মৎস্য পোনা বিতরণ উপলক্ষে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধি এবং মৎস্য চাষীদের হাতে মাছের পোনা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমূখ।