কার্টেসিঃ মোহাম্মদ
কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদুল আযহার পুর্ব প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার
উপজেলা হলরুমে নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি
ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। অনুষ্ঠানে আসন্ন ঈদুল আযহার জামায়াতের
সময় সূচী, কোরবানীর পশুর বজ্র ব্যববস্থাপনা, ঈদ কেন্দ্রীক সার্বিক নিরাপত্তার বিষয়
আলোচনা করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, লামা থনা অফিসার
ইনচার্জ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা।
অনুষ্ঠানে বলা হয়, কোরবানী পশুর রক্ত-বর্জ্য মাটিতে পুঁতে
ফেলে পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। ইদুল আযহার দিন যানজটমুক্ত ও দুর্ঘটনা এড়াতে গাড়ির
ছাঁদে যাত্রী না তোলারা জন্য পরিবহন সেক্টরের সবাইকে অনুরোধ জানানো হয়। ঈদের জামায়াতের
সময় সূচী নির্ধারণ করে তথ্য অফিসসহ সংশ্লিষ্টদেরকে জানিয়ে দেয়ার কথা বলা হয়।সাম্প্রতিক মায়ানমার সীমান্ত গোলযোগকে কেন্দ্র করে এই এলাকায় যেন কোন মহল কোন ধরণের বিভ্রান্তি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের সুযোগ নিতে না পারে; প্রশাসনের পক্ষ থেকে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। উপজেলার প্রতিটি মসজিদ, মন্দ্রির, ক্যায়াংসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এতদবিষয়ে সচেতনতা মূলক আলোনা করার অনুরোধ জানানো হয়। এছাড়া ঈদের ছুটিহেতু নিরবিচ্ছিন্ন পরিবেশের সুযোগে চোরদের কবল থেকে রক্ষা পেতে স্থানীয়রাসহ উপজেলা আনসার ভিডিপি সদস্যদেরকে সজাগ থাকার জন্য বলা হয়। অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।