গত দুদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় বান্দরবানের লামা উপজেলার লামা বাজারের একটি দোকান থেকে বুধবার দুপুরে ১৮০ বস্তা সরকারি চাল জব্দ করার বিষয়ে অসম্পূর্ণ তথ্যনির্ভর নিউজ ছড়িয়ে পড়ে। যার কারণে জনমনে একধরণের বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি ভিজিডি' ২০১৭ কর্মসূচির চাল লেখা নিয়ে বেশ তোলপাড় সৃষ্ট হয়।
লামা বাজারের রনি স্টোরের মালিক রনি কর্মকার ও ডিলার আব্দুর রহিম এর উপস্থাপিত কাগজপত্র বিবেচনা এবং খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্ত ও যাচাই শেষে আলীকদমে সেনানিবাস ও আলীকদম খাদ্য গুদাম থেকে নেওয়া সরকারীভাবে তিনটি লোগো ব্যবহৃত চালের বস্তার বিষয়ে উথ্বাপিত অভিযোগের কোন ভিত্তি নেই তাই দুপক্ষের কাছ থেকে আগামীতে এরুপ সরকারী কর্মসূচির কোন ডিও কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ প্রদান করা হয়েছে। এবং এবিষয়ে দুপক্ষের মুচলেকা গ্রহণ করে বিষয়টির নিস্পত্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে লামা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতদবিষয়ে সুষ্টু ও ইতিবাচক ধারণা পোষন করার প্রতি অনুরোধ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি।
লামা বাজারের রনি স্টোরের মালিক রনি কর্মকার ও ডিলার আব্দুর রহিম এর উপস্থাপিত কাগজপত্র বিবেচনা এবং খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্ত ও যাচাই শেষে আলীকদমে সেনানিবাস ও আলীকদম খাদ্য গুদাম থেকে নেওয়া সরকারীভাবে তিনটি লোগো ব্যবহৃত চালের বস্তার বিষয়ে উথ্বাপিত অভিযোগের কোন ভিত্তি নেই তাই দুপক্ষের কাছ থেকে আগামীতে এরুপ সরকারী কর্মসূচির কোন ডিও কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ প্রদান করা হয়েছে। এবং এবিষয়ে দুপক্ষের মুচলেকা গ্রহণ করে বিষয়টির নিস্পত্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে লামা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতদবিষয়ে সুষ্টু ও ইতিবাচক ধারণা পোষন করার প্রতি অনুরোধ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি।
![]() |
উপজেলা নির্বাহী অফিসার, লামা ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্ত করছেন |