Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, August 22, 2017

লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন



লামায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প না থাকায় দুর্গমে বসবাসকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছে, ভূমি জবর দখলকারীদের বিরুদ্ধে বিচার চেয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধিদের ক্ষোভ!!!

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
লামা উপজেলার কয়েকটি প্রত্যান্ত এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েছে। নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন করা দরকার। সন্ত্রাসীদের বেপরোয়া আচরণে দুর্গমে বাসকরা মানুষগুলো সংকটে পড়েছে।
২২ আগষ্ট লামায় মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই দাবী করেছেন জনপ্রতিনিধিরা। তারা জানায় উপজেলার দূর্গমে বসবাসকারি নিরীহ মানুষগুলো উভয় সংকটে পড়েছেন। একদিকে তথাকথিত শান্তিবাহিনীর চাঁদাবাজি; অন্যদিকে তাদের তৎপরতা সম্পর্কে আইন শৃংখলা রক্ষাকারি কর্তৃপক্ষকে অবহিত না করার অভিযোগে নির্যাতন। সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় উপজেলার গজালিয়া ইউনিয়নে সদ্যনির্মিত একটি পাহাড়িকা স্কুলের নতুন ভবনে ছাত্রদেরকে ক্লাস করতে দিচ্ছে না। জনপ্রতিনিধিরা জানান, এসব কারনে সম্প্রতি দুর্গমে বসবাসকারিরা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্খা দেখা দিয়েছে। উদ্বুত পরিস্থিতি আয়ত্ত্বে আনার জন্য গজালিয়া ইউনিয়নের লুলাইং বাজার, লামা ইউনিয়নের পোপা হেডম্যানপাড়া ও রুপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখে অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট চেয়ারম্যানগন।

আইন শৃঙ্খলা কমিটিরি সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নুর মাধ্যমে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের মনযোগ আকর্ষণ করার আহ্বান জানান বক্তারা। সভায় দুর্গমে বসবাসকারিদের দুর্দশার বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের চাঁদাবাজির বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সভায় তুলে ধরা হবে। পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, দুর্গমে বসবাসকারিদের জীবনযাত্রায় অচলাবস্থা সৃষ্টি হতে দেয়া যাবে না। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল বলেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে সজাগ আছেন। পৌরমেয়র জহিরুল ইসলাম বলেন, যে কোন মূল্যে শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে।
এসময় সভায় বক্তারা আরো বলেন, সম্প্রতি লামা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংকার ইছাহাক চৌধুরী এলাবাসীর ভোগদখলে থাকা জমিক্রয় করে জবর দখল করে অশান্তি সৃষ্টি করছেন। বিষয়টি স্থানীয়ভাবে আপস মিমাংসা করার উদ্যোগ নিয়ে গ্রামবাসীর শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভানুষ্ঠানে জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের প্রধানগন সদাশয় সরকারের বিভিন্ন কর্মকান্ডের অগ্রগতি ও করণীয় বিষয়ে নানানদিক উপস্থাপন করেন।