Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, September 14, 2017

লামায় প্রশাসনের আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে জরুরী সভা সম্পন্ন

আজ উপজেলা পরিষদ সভাকক্ষে খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলার সভাপতিত্বে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে উপজেলার সকল ইউনিয়ন ও মৌজা পর্যায়ে চেয়ারম্যান-মেম্বার, হেডম্যান, কার্বারী ও  গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেগম শারাবান তাহুরা, মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, লামা পৌরসভার প্যানেল মেয়র-কমিশনারগণ, অফিসার ইনচার্জ-লামা থানা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ উপজেলা আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতি, দূর্গা পূজা উদযাপন, আইন শৃঙ্খলা রক্ষা ও রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাশেষে সিদ্ধান্ত গৃহীত হয়।