Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, September 7, 2017

লামা-আলীকদমের পাহাড়ি ঢালুতে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানিকারকরা ট্যাক্সের নামে ভোগান্তির শিকার (ধারাবাহিক পর্ব-০৫)



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা। *************************************************************
পার্বত্যালাকায় রোগ বালাইমুক্ত পরিবেশে উৎপাদিত সবজির চাহিদা দেশের বাজার ছাড়িয়ে এখন মধ্যপ্রাচ্যসহ ইউরোপ আ্যামেরিকা পর্যন্ত পৌঁছে। সারা দুনিয়াব্যপি বাঙ্গালীর অবস্থান রয়েছে। মূলত: সে কারণে বাংলাদেশিদের কাছে বিশেষ করে পার্বত্যালাকায় উৎপাদিত সবজির কদর বেশি। কিন্তু এই কৃষি রপ্তানিপুণ্যের উপর টুল/ট্যাক্স আদায়ের নামে বহুমাত্রিক আগ্রাসন হচ্ছে। এক গাড়ি সবজি চট্টগ্রাম ঢাকায় পৌঁছতে একাধিকবার টুল/ট্যাক্স দিতে হচ্ছে।

চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার বিআর ট্রেডার্স-এর মালিক বজলুর রহমানের ছেলে নজরুল ইসলাম জানান, পার্বত্যাঞ্চলের, বিশেষ করে লামা-আলীকদমের সবজি তার আড়তে আসে। এসব সবজির গুণগত মান ভালো হওয়ায়, বাচাইপূর্বক কিছু সবজি তাদের ওয়্যার হাউসে প্রক্রিয়াজাতের মাধ্যমে মধ্য প্রাচ্যেও যায়।
*****
রুপসিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাছিংপ্রু মার্মা জানান, তার ইউনিয়নে এবছর বিভিন্ন জাতের সবজির বাম্পার ফলন হয়েছে। তিনি বলেন অন্য উপজেলা থেকে কিছু অভিজ্ঞ চাষি এখানে এসে সবজি চাষ করে বেশ সাড়া জাগিয়েছে। এর ফলে স্থানীয় কৃষকরা উৎসাহিত হয়ে লাভজনক বিভিন্ন জাতের সবজি চাষ শুরু করেছেন। সে বলেন, দীর্ঘদিন ধরে তামাক চাষে এডিক্টেট এসব চাষি অর্থ সহায়তা পেলে সবজি চাষে আগ্রহি হয়ে উঠবেন।
******
লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরে আলম সরকারি উদ্যেগের কথা জানিয়ে বলেন, দেশের রফতানি বাণিজ্যিকে উৎসাহিত করতে অন্যান্য পণ্যের পাশাপাশি কৃষি পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ও ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কৃষিপণ্য রপ্তানি এখন সম্ভাবনাময়। বাংলাদেশের বহু মানুষ দেশের বাইরে রয়েছে। তাদের বাংলাদেশি কৃষিপণ্যে চাহিদা রয়েছে। এ ছাড়া অন্যদেরও চাহিদা আছে। এই চাহিদা পূরণের মাধ্যমে আমরা রপ্তানি আয় বাড়াতে পারছি। সূতরাং সম্ভাবনাময় পার্বত্যালাকায় উৎপাদিত এই সব কৃষিপন্যর মনগড়া ট্যাক্স নেয়া আইন বিরোধী কাজ। তিনি বলেন, এসব সবজি মধ্যপাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে বেশি।
*****
দেশের সব এলাকাতেই এখন সবজি চাষ হয়। কিন্তু পার্বত্য এলাকায় পাহাড়ের ঢালু জমিতে বেশ ভালো মানের সবজি হয়। সৌদি আরব, মালয়েশিয়া, লন্ডন, কানাডা, দুবাই, ইতালীসহ মধ্যপাচ্য ও ইউরোপের প্রায় ৫০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে বাংলাদেশের হচ্ছে রজবপাতা, লাউপাতা, লাউ শাক, বরবটি, কাকরোল, উসতে, ঝিঙ্গে, লালশাক, ডাটা, জালি, কচুমুখী, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, পটল, চাল কুমড়া, লাউ, কাঁচা পেঁপে, কাঁচা কলা, শসা ও শীতকালীন সবজি শিম, লাউ, বাঁধা কপি, ধনিয়া পাতা, টমেটো, কাঁচা মরিচ, মুলাসহ ইত্যাদি সবজি।
***
এসব সবজির প্রায় সবটাই পাহাড়ে হয়। এখানে রোগবালাই কম থাকায় কিটনাশক প্রয়োগ হয়না। সে কারণে একানকার সবজির দেশিয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে বেশি। এই এলাকায় তামকের বিকল্প হিসেবে নানান জাতের সবজি, ফলমূল হতে পারে অর্থকরি ফসল।

*************************************************************
 চলবে...........