Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Wednesday, September 20, 2017

লামায় ইসলামিক মিশনের জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন

আজ মাতামুহুরী ডিগ্রী কলেজ অডিটোরিয়াম এ ইসলামিক মিশন, লামা শাখার উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ  প্রতিরোধ শীর্ষক গণসচেতনতা সৃষ্টিমূলক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিনওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ-মাতামুহুরী ডিগ্রী কলেজ, ডিডি-ইঃফাঃ বান্দরবান, সভাপতি-লামা প্রেসক্লাব, অফিসার ইনচার্জ-লামা থানা, সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণসহ করেজের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।