Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, September 12, 2017

লামার রুপসীপাড়ায় আলীকদম সেনা জোনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান।

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
******************************************
লামা রুপসিপাড়া ইউনিয়ন সদরে প্রায় পাঁচ শতাধিক দুস্থ্য ও গরিব জনগোষ্টিকে দিনব্যাপি চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী। মঙ্গলবার সকাল ৯টায় আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএসসি) ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

এই সময় ইউপি চেয়ারম্যান, পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। প্রায় ৫ শতাধিক দরিদ্র জনগোষ্টির মাঝে এই ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বলে ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান। আলীকদম জোনের আয়োজনে ক্যাপটেন্ট ডা: আসিফুর রহমান ও ক্যাপটেন্ট ডা: নিগার সুলতানা ও তাঁদের সহযোগি সেনাসদস্যরা এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।

এসময় স্থানীয় বালুচর পাড়া নিবাসী ম্রাখাইচিং মার্মা (৪০), পোয়াংচিংউ (৭০), মুরুংঝিরির বাসিন্দা মো: মাইন উদ্দিন (৪৫), রুপসিপাড়া বাজারের আবুল কাদের (৬০) দরদরী মার্মা পাড়ার মংব্রাচিং মার্মা (৬)) এবং লাচ্ছাইপাড়ার মাকিউচিং (৩৪) জানায়, তাঁরা সেনাবাহিনীর কাছ থেকে ফ্রি ব্যবস্থাপত্র ও ভালোমানের ঔষধ পাচ্ছেন।

ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানায়, তাঁর এলাকার দূর্গমের অনেক দরিদ্র নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন। রুপসিপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে; আলীকদম জোনের এই মহতি প্রয়াসকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান বলেন, সেনাবাহিনী আমাদের নিরাপত্তার পাশা পাশি সু-স্বাস্থ্যে নিশ্চিয়তার বিষয়টি দেখবাল করে থাকেন।