Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, September 7, 2017

লামা-আলীকদমের পাহাড়ি ঢালুতে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানিকারকরা ট্যাক্সের নামে ভোগান্তির শিকার (শেষ পর্ব)



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা। ********************************************************************
লামা-আলীকদমে স্থানীয় উৎপাদিত কৃষিপণ্য থেকে একাধিকবার টুল/ট্যাক্স আদায়ের বিষয়টির প্রতি সরকারের সংশ্লিষ্ট মহল নজরদারী করে এর বিকাশ ঘটাবেন বলে সংশ্লিষ্টদের অভিমত। প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা মনে করেন, নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যবান্ধব কর্মকান্ডে উৎসাহ দেয়া প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এখানে চাষের জমিগুলোতে তামাকের ভয়াল বিস্তার ঘটেছে। এর ফলে খাদ্যবান্ধব ও নিত্যপ্রয়োজনীয় ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। এ অবস্থায় পাহাড়ের ঢালুতে কিংবা নদী-ছড়ারতীরবর্তী জমিতে সবজি চাষে উৎসাহ দিয়ে, এ চাষকে অর্থকরি ফসলে পরিনত করা দরকার।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার নায়েরুজ্জামান বালেন, আলীকদম উপজেলা পরিষদ ইজারাদার নিয়োগ করেছে। স্থানীয় কৃষি পণ্যে থেকে নিয়ম অনুযায়ী ট্যাক্স নেয়া নির্দেশনা রয়েছে। তিনি জানান, এর বাহিরে ইউনিয়ন পরিষদগুলো আলাদাভাবে কোন ট্যাক্স নেয়ার কথা নয়। তার পরেও যদি কোন ইউনিয়ন পরিষদ কর বা ট্যাক্স নেয়; তবে প্রমান সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
***
লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু জানান, কৃষিপণ্যের উপর একাধিকবার রপ্তানি কর নেয়ার বিধান্ নেই। ইউনিয়ন পরিষদগুলোতে দেয়া ট্যাক্সের রিসিট দেখানো হলে, অন্য পয়েন্টের কোন ইজাদার পুনরায় কর নিতে পারবেনা। এ বিষয়ে তিনি দেখবেন বলে জানায়।
****
লামা পৌর মেয়র বলেন, পৌরসভার ইজাদারগন শুধুমাত্র পৌর এলাকায় উৎপাদিত পণ্যে থেকে ও লোডিং পয়েন্ট থেকে ট্যাক্স নিবেন। ইউনিয়ন পরিষদে পরিশোধিত ট্যাক্সের রিসিট দেখানো হলে পৌরসভার ইজারাদারা, গাড়ির টোল ব্যতিত কোন ট্যাক্স না নেয়ার বিধি অনুযায়ী নির্দেশনা দেয়া আছে। তিনি বলেন, সরকার যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করার ফলে উৎপাদিত ফসল সহজে বাজার করার সুযোগ সৃষ্টি হয়েছে। এসব কৃষিপণ্য অর্থকরি ফসলের আওতায় আনার প্রয়োজনীয় কর্মপ্রয়াস নেয়া দরকো। তা হলে পরিবেশ রক্ষা ও বৈদেশিক মুদ্রার্জনের মাধ্যমে প্রান্তিক কৃষি জনগোষ্টির ভাগ্যন্নোয়ন হবে।
***
এ ব্যপারে বান্দরবান জেলা পরিষদের (ভূমি) নির্বাহী অফিসার আফসারুজ্জামান বলেন, জেলা পরিষদ কর নেয়ার এখতিয়া রাখে। তবে ইউনিয়ন পরিষদগুলো কোন এখতিয়ারে কর নেয়; তা আমাদের জানা নেই। পরিষদের সদস্য মোস্তফা জামাল বলেন, কৃষিপন্যর ট্যাক্স আদায় সম্পর্কে কিছু নিয়ম সংকোচন করা হয়েছে। এসব ব্যপারে ইজারাদারগনকে নির্দেশনাও দেয়া হয়েছে।
****
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, এ ব্যপারে আমি কিছু শুনিনিই। এখন শুনেছি; বিষয়টি ভালোভাবে জেনে আপনাদেরকে জানানো হবে।
*************************************************************