Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, September 7, 2017

লামায় ইয়াবাসেবীর ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

আজ লামা উপজেলাস্থ সরই ইউপির আন্দারী জামালপুর এলাকার নুর মোহাম্মদ, পিতাঃ আক্রাম আলী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত হওয়ায় জনাব খিনওয়ান নু, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, লামা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০র ১৯ টেবিল ৯(ক) আওতায় ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় জব্দকৃত ৪০ পিস ইয়াবা জনসম্মুখে ধ্বংস করা হয়।