Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, September 28, 2017

লামায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
*********************************************************
লামায় শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, মা দূর্গার আগমন সমাজে শান্তি সম্প্রীতি সু-দৃড় হবে। ধর্ম যার যার উৎসব সবার এই আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজম্মকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হতে হবে।
বুধবার লামা কেন্দ্রিয় হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ত্রাণবিতরণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, বান্দরবান জেলা প্রশাসক দিলপি কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত রায়, আঞ্চলিক পরিষদ সদস্য বাবু কাজল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বান্দরবান কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি অমল কান্তি দাস, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল ও অনুষ্ঠানের সভাপতি হরিমন্দির কমিটির সভাপতি প্রসান্ত ভট্টাচার্য্য প্রমূখ।

লামায় গজালিয়া ইউনিয়নে সম্প্রীতি, শান্তি-সুরক্ষা সমাবেশ অনুষ্ঠিত।

কার্টেসিঃ উথোয়াই মার্মা জয়, প্রগতিশীল ব্লগার, লামাবান্দরবান পার্বত্য জেলা।
*********************************************************************************
বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে সম্প্রীতি, সুরক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় গজালিয়া ইউপি উদ্যোগে গজালিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু।
 সমাবেশে ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লামা থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, গজালিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ্বনাথ দে, গজালিয়া হেডম্যান প্রতিনিধি মংক্যচিং চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উশৈঞে মার্মা, ইউপি বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

Tuesday, September 26, 2017

লামায় ২০ হেক্টর জমিতে আখ চাষ: লাভজনক তামাকের বিকল্প চাষ!!!

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান,সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
*******************************************************************************
লামা উপজেলায় চলতি বছর ২০ হেক্টর জমিতে আখ চাষ করেছে কৃষকরা। বান্দরবান কৃষি গভেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে পার্বত্য চট্টগ্রামে ইক্ষু গবেষণা ও উন্নয়ন জোরদার করণ প্রকল্পের আওতায় বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট এ প্রকল্প বাস্তবায়ন করছেন। উপজেলায় বিএসআরআই- ৪২ রংবিলাস, চায়না-২৮, অমৃত-৮৪১, সিও-২০৮ ও বিএমসি-৮৬-৫৫০  জাতের আখ চাষ করেছে ১১০ জন চাষী। কৃষকরা আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে আলু, গাজর ও ফরাশসিম চাষ করে লাভবান হচ্ছে। আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে বাঁধাকপি, ফুলকপিসহ আরো কয়েকটি কৃষি ফসল চাষে লামা কৃষি বিভাগ প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে।

লামায় দেবী দূর্গার বোধনে প্রস্তুত কেন্দ্রিয় হরিমন্দিরসহ ৮টি পূজা মন্ডপ!



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
***************************************************************  

লামা উপজেলায় কেন্দ্রিয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ এ বছর দূর্গাপূজায় ব্যতিক্রমী আয়োজন করেছেন। দক্ষিণ চট্টগ্রামে আর দশটি পূজা মন্ডপের সাথে পাল্লাদিয়ে এবারও লামা কেন্দ্রিয় হরিমন্দিরে দৃষ্টি নন্দন পূজা আয়োজন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মা দূর্গার বোধনের মধ্যদিয়ে ৫দিন ব্যাপি পূজা অর্চনা শুরু হবে। বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ জেলার কর্ণদ্বারগণ মন্ডপ পরিদর্শন করবেন। ৩০ সেপ্টেম্বর বিসর্জনের মধ্যদিয়ে মা দূগা বিদায় নিবেন ভক্তদের কাছ থেকে।



Monday, September 25, 2017

লামা-আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের বেহাল দশা!!!



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
***************************************
***********************
লামা আলীকদম ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরিতে ক্রস ড্রেনের দুটি হোল মরণফাঁদে পরিণত হয়েছে। ৪৪ কি: মি: সড়ক সংস্কার বিহীন রয়েছে কয়েক বছর ধরে। অতিরিক্ত মাল পরিবহনের ফলে কুমারি ও ইয়াংছা ভেইলি ব্রিজ দুটির ঝুঁকিপূর্ন অবস্থা বিরাজ করছে।
সড়ক ও জনপদ বিভাগের লামা লাইনঝিরি অফিসের দুইশ্ মিটারের মধ্যে এই ঝুঁকিপূর্ন ক্রস ড্রেনের পয়েন্ট দুটি কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিগত সাড়ে তিন দশক ধরে মুক্ত রয়েছে। পথচারি শাহাজান, আ: রহিম, নুরুচ্ছপা, মো: বাবুল, রহমত উল্লাহ, মো: খোকনসহ আরো অনেকে জানান, ছোট বেলা থেকে তাঁরা এই হোল দুটি উম্মুক্ত থাকতে দেখেন। হোল দুটির মুখে কোন ধরণের ঢাকনা না থাকায় যে কোন সময় মটর সাইকেল, পথচারি ও গরু-ছাগল পড়ে মারাত্মক দুর্ঘটনাসহ প্রাণ নাশের সম্ভাবনার কথা জানান তাঁরা।

Thursday, September 21, 2017

রুপসিপাড়া ইউপির উন্নয়ন ভাবনা: চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মার একান্ত সাক্ষাৎকার



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
*****************************************************************
সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সু-দক্ষ নেতৃত্বে লামা উপজেলায় সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। 
এ ধারাবাহিকতায় রুপসিপাড়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে এবং হচ্ছে। এর ফলে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুর উশৈসিং এই ইউনিয়ন থেকে শত ভাগ ভোট পাবে। ১৮ সেপ্টেম্বর এই প্রতিনিধিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রুপসিপাড়া ইউপির পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা এসব কথা বলেন। 
সাক্ষাৎকারটি গ্রহন করেছেন লামা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান
***
লামা রুপসিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, তাঁর ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সিএইচটিআরডিপিসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক অনেক জনবান্ধব উন্নয়ন হয়েছে। লামা খালের উপর দিয়ে সেতু নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, ছোট-বড় অসংখ্য সেতু- কালভার্ট, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান নির্মান, ছিন্নমুল মানুষের জন্য আশ্রায়ন প্রকল্প, পিছিয়ে পড়া মুরুং জনগোষ্টির জন্য কমপ্লেক্স নির্মাণ, মসজিদ, মন্দির, ক্যায়াং নির্মাণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।

লামায় খোলা বাজারে খাদ্য অধিদপ্তরের অধীনে ওএমএস চাল বিক্রি শুরু

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
*****************************************************************
বান্দরবানের লামায় খাদ্য অধিদপ্তরের অধীনে ওএমএস এর চাউল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরে অবস্থিত লামা ইউনিয়ন তথ্যকেন্দ্র ও মাছ বাজার এলাকা ও লাইনঝিরি পয়েন্টে চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন চাকমা, প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান, সাবেক ছাত্র নেতা প্রদীপ কান্তিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
***
লামা পৌর শহরে ২ জন ও পৌর এলাকার ৮ নং ওয়ার্ড লাইনঝিরিতে ১জন ডিলারের মাধ্যমে তিনটি জনবহুল পয়েন্টে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। সরকারী নির্দেশনা মোতাবেক আতপ চাল দেয়া হচ্ছে। তবে সিদ্ধ চালের চহিদা রয়েছে ৭০ শতাংশ।  প্রতিদিন ৩ জন ডিলার ৩ টি পয়েন্টে ১ টন করে চাউল বিক্রি করতে পারবে বলে জানাগেছে।

Wednesday, September 20, 2017

লামা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত: প্রিয়দর্শী সভাপতি, কামরুজ্জামান সাধারন সম্পাদক, আরমান সাংগঠনিক নির্বাচিত

কার্টেসিঃ মো. নুরুল করিম আরমান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, নবীর উদ্দিন, সাহাব উদ্দিন রিটু, মংছিংপ্রু মার্মা। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন- এ্যাডভোকেট মো. মামুন মিয়া। নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 বান্দরবানের লামা প্রেসকাব’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে বুধবার দুপুরে প্রেসকাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারন সদস্যদের গোপন ব্যালটের ভোটে সভাপতি পদে দৈনিক সমকাল প্রতিনিধি প্রিয়দর্শী বড়ুয়া, সহ-সভাপতি পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো.তানফিজুর রহমান এবং সাধারন সম্পাদক পদে দৈনিক সাঙ্গু ও সংবাদ প্রতিনিধি মো. কামরুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোরের পাতা ও দৈনিক পূর্বদেশ পত্রিকা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান, অর্থ-সম্পাদক পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম. বশিরুল আলম নির্বাচিত হন।

লামায় ইসলামিক মিশনের জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন

আজ মাতামুহুরী ডিগ্রী কলেজ অডিটোরিয়াম এ ইসলামিক মিশন, লামা শাখার উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ  প্রতিরোধ শীর্ষক গণসচেতনতা সৃষ্টিমূলক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিনওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ-মাতামুহুরী ডিগ্রী কলেজ, ডিডি-ইঃফাঃ বান্দরবান, সভাপতি-লামা প্রেসক্লাব, অফিসার ইনচার্জ-লামা থানা, সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণসহ করেজের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লামায় ইফার সম্পৃতি সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, লামা শাখার উদ্যোগে সাম্প্রদায়িক সম্পৃতি সুরক্ষায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডিডি-ইঃফাঃ বান্দরবান, বেগম শারাবান তাহুরা, মহিলা ভাইস চেয়ারম্যান,  অফিসার ইনচার্জ-লামা থানা, সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণসহ লামা উপজেলাস্থ মসজিদ মন্দির প্যাগোডার ইমাম, পুরোহিত ও ভিক্ষুগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Monday, September 18, 2017

লামায় আইসিটি শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণের উদ্বোধন

আজ লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এ উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ০২ দিনব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবানের  সহকারী প্রোগ্রামার জনাব ছুরত আলম আকাশ লামা উপজেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত আইসিটি শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন।

Thursday, September 14, 2017

লামায় প্রশাসনের আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে জরুরী সভা সম্পন্ন

আজ উপজেলা পরিষদ সভাকক্ষে খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলার সভাপতিত্বে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে উপজেলার সকল ইউনিয়ন ও মৌজা পর্যায়ে চেয়ারম্যান-মেম্বার, হেডম্যান, কার্বারী ও  গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেগম শারাবান তাহুরা, মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, লামা পৌরসভার প্যানেল মেয়র-কমিশনারগণ, অফিসার ইনচার্জ-লামা থানা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ উপজেলা আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতি, দূর্গা পূজা উদযাপন, আইন শৃঙ্খলা রক্ষা ও রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাশেষে সিদ্ধান্ত গৃহীত হয়।

Tuesday, September 12, 2017

লামায় সেনা ক্যাম্প স্থাপনের দাবীতে মানবন্ধনোত্তর প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি।

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
************************************
লামা উপজেলার দূর্গম ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজদের কবল থেকে রক্ষায় সেনাক্যাম্প স্থাপনের দাবী জানিয়েছে রাবার বাগান মালিক ও স্থানীয় গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে শতাধিক ভুক্তভোগি লোকজন  মনববন্ধনোত্তর লামা উপজেলা নির্বাহী অফিসার-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দিয়েছেন।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সর্বদক্ষিণে ১ নং ওয়ার্ড গয়ালমারা এলাকাটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসদ্বারা আক্রান্ত। সাম্প্রতিক সময়ে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী এলাকায় চাঁদাবাজি, অপহরণ, খুন, নারী ধর্ষন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সন্ত্রাসী চক্রটি রাবার মালিকদের কাছ থেকে বিভিন্ন সময়ে মোটাংকের চাঁদা দাবী করে আসছে। তাঁদেরকে চাঁদা না দিলে প্রাণ নাশসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছে বাগান মালিকসহ স্থানীয়দেরকে।

গত তিন মাস আগে গয়ালমারা গ্রামে এক তরুনীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করেছিল সন্ত্রাসীরা। এর ফলে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে এবং চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।
স্মারক লিপিতে আরো উল্লেখ করা হয়;‘ সন্ত্রাসীদের ভয়ে গ্রামবাসী ও বাগান মালিকের প্রতিনিধিরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। ইতোমধ্যে অনেকেই ইজ্জত ও প্রাণের ভয়ে এলাকা ছেড়ে চলেগেছে।

এ অবস্থা হয়তো আর কিছুদিন বিরাজ করলে সেই এলাকাটি মানুষের বসবাস উপযোগিতা হারাবে। সন্ত্রাসীদের আগ্রাসনের ফলে গয়ালমারা এলাকায় শত একর বাগানে রাবার কস উৎপাদন ব্যহত হচ্ছে। অতিষ্ট হয়ে অনেক বাগান মালিক চলেগেছেন এবং অনেকে উৎপাদন কার্যক্রম গুটিয়ে নেয়ার মনস্থির করেছেন বলে জানাযায়।

জানাগেছে, এলাকাটি লামা উপজেলার সর্বদক্ষিনে নাইক্ষ্যংছড়ির কাছা-কাছি হওয়ায় দূর্গম যোগাযোগ হেতু পুলিশিং সেবা কষ্টসাধ্য। সাম্প্রতিক সময়ে এসব অস্থিরতার কারণে বাগান কার্যক্রম স্থবির হয়ে পড়ায়, কয়েক হাজার রাবার শ্রমিক বেকার হয়ে পড়ার উপক্রম দেখা দিয়েছে। এছাড়া বাগান মালিকরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশা পাশি বৈদেশিক মুদ্রার্জনে এ বিষয়টি অন্তরায় হয়ে দাড়িয়েছে। এ বাস্তবতায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড গয়ালমারা এলাকায় সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামণা করেছেন বাগান মালিকসহ স্থানীয়রা।

লামার রুপসীপাড়ায় আলীকদম সেনা জোনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান।

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
******************************************
লামা রুপসিপাড়া ইউনিয়ন সদরে প্রায় পাঁচ শতাধিক দুস্থ্য ও গরিব জনগোষ্টিকে দিনব্যাপি চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী। মঙ্গলবার সকাল ৯টায় আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএসসি) ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

এই সময় ইউপি চেয়ারম্যান, পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। প্রায় ৫ শতাধিক দরিদ্র জনগোষ্টির মাঝে এই ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বলে ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান। আলীকদম জোনের আয়োজনে ক্যাপটেন্ট ডা: আসিফুর রহমান ও ক্যাপটেন্ট ডা: নিগার সুলতানা ও তাঁদের সহযোগি সেনাসদস্যরা এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।

এসময় স্থানীয় বালুচর পাড়া নিবাসী ম্রাখাইচিং মার্মা (৪০), পোয়াংচিংউ (৭০), মুরুংঝিরির বাসিন্দা মো: মাইন উদ্দিন (৪৫), রুপসিপাড়া বাজারের আবুল কাদের (৬০) দরদরী মার্মা পাড়ার মংব্রাচিং মার্মা (৬)) এবং লাচ্ছাইপাড়ার মাকিউচিং (৩৪) জানায়, তাঁরা সেনাবাহিনীর কাছ থেকে ফ্রি ব্যবস্থাপত্র ও ভালোমানের ঔষধ পাচ্ছেন।

ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানায়, তাঁর এলাকার দূর্গমের অনেক দরিদ্র নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন। রুপসিপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে; আলীকদম জোনের এই মহতি প্রয়াসকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান বলেন, সেনাবাহিনী আমাদের নিরাপত্তার পাশা পাশি সু-স্বাস্থ্যে নিশ্চিয়তার বিষয়টি দেখবাল করে থাকেন।

Friday, September 8, 2017

লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস/২০১৭ উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের  আয়োজনে ও উপজেলা শিক্ষা বিভাগের সার্বিক সহযোগীতায় আয়োজিত র‌্যালীশেষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন  খিনওয়ান নু, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
নুনারবিল মডেল স: প্রা: বি: এর প্রধান শিক্ষক জাহেদ সরওয়ার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ, জনাব সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), লামা থানা পুলিশ প্রতিনিধি বৃন্দসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও শিক্ষকমন্ডলী, সর্বস্তরের শিক্ষার্থী ও  জনসাধারণ উপস্থিত ছিলেন।

Thursday, September 7, 2017

লামা-আলীকদমের পাহাড়ি ঢালুতে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানিকারকরা ট্যাক্সের নামে ভোগান্তির শিকার (শেষ পর্ব)



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা। ********************************************************************
লামা-আলীকদমে স্থানীয় উৎপাদিত কৃষিপণ্য থেকে একাধিকবার টুল/ট্যাক্স আদায়ের বিষয়টির প্রতি সরকারের সংশ্লিষ্ট মহল নজরদারী করে এর বিকাশ ঘটাবেন বলে সংশ্লিষ্টদের অভিমত। প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা মনে করেন, নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যবান্ধব কর্মকান্ডে উৎসাহ দেয়া প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এখানে চাষের জমিগুলোতে তামাকের ভয়াল বিস্তার ঘটেছে। এর ফলে খাদ্যবান্ধব ও নিত্যপ্রয়োজনীয় ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। এ অবস্থায় পাহাড়ের ঢালুতে কিংবা নদী-ছড়ারতীরবর্তী জমিতে সবজি চাষে উৎসাহ দিয়ে, এ চাষকে অর্থকরি ফসলে পরিনত করা দরকার।

লামা-আলীকদমের পাহাড়ি ঢালুতে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানিকারকরা ট্যাক্সের নামে ভোগান্তির শিকার (ধারাবাহিক পর্ব-০৫)



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা। *************************************************************
পার্বত্যালাকায় রোগ বালাইমুক্ত পরিবেশে উৎপাদিত সবজির চাহিদা দেশের বাজার ছাড়িয়ে এখন মধ্যপ্রাচ্যসহ ইউরোপ আ্যামেরিকা পর্যন্ত পৌঁছে। সারা দুনিয়াব্যপি বাঙ্গালীর অবস্থান রয়েছে। মূলত: সে কারণে বাংলাদেশিদের কাছে বিশেষ করে পার্বত্যালাকায় উৎপাদিত সবজির কদর বেশি। কিন্তু এই কৃষি রপ্তানিপুণ্যের উপর টুল/ট্যাক্স আদায়ের নামে বহুমাত্রিক আগ্রাসন হচ্ছে। এক গাড়ি সবজি চট্টগ্রাম ঢাকায় পৌঁছতে একাধিকবার টুল/ট্যাক্স দিতে হচ্ছে।

লামায় ইয়াবাসেবীর ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

আজ লামা উপজেলাস্থ সরই ইউপির আন্দারী জামালপুর এলাকার নুর মোহাম্মদ, পিতাঃ আক্রাম আলী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত হওয়ায় জনাব খিনওয়ান নু, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, লামা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০র ১৯ টেবিল ৯(ক) আওতায় ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Wednesday, September 6, 2017

লামায় মিরিঞ্জা ও মাতামুহুরীর পর্যটন শিল্পের বিকাশ ও সম্প্রসারণে ব্যাপক পরিকল্পনা: পর্যটকদের জন্য সুখবর!!!



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
***********************************************************************
 লামা মিরিঞ্জা ও মাতামুহুরীর অপরুপ দৃশ্য, বিকাশমান পর্যটন শিল্পকে হাতছানি দিচ্ছে। সবুজের শ্যামল আঙ্গিণায় অন্তর্বিহীন মৌন নিস্তব্দ সৌন্দর্যের দিগন্ত বিস্তৃত গ্রন্থিল পাহাড়ীকার এক মনোরম পরিবেশে অবস্থিত লামা মিরিঞ্জা পর্যটন কেন্দ্র। সাপেরমতো এঁকে-বেঁকে বয়ে চলা মাতামুহুরী নদী নীরব চঞ্চলতায় অবিরাম গতিতে প্রবহমান। নদীর কোলঘেসে সারিবদ্ধ পাহাড়গুলো যেন প্রকৃতি তার সবুজাচলদ্বারা ঢেকে রেখেছে। বিশুদ্ধ বাতাসে কলরোল তোলে এখানকার পারিপার্শ্বিক পরিবেশ ও ভূ-প্রকৃতি। বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো হলে, বারো মাসই ভ্রমন পিপাসুদের পদভারে মুখরিত থাকবে এই স্থানটি। মোস্তফা জামাল আরো জানায়, জেলা পরিষদ চেয়ারম্যানের নের্দশনায় মিরিঞ্জা পর্যটন শিল্প বিকাশে সমচিত পরিকল্পনা নেয়া হচ্ছে।

Friday, September 1, 2017

লামা-আলীকদমের পাহাড়ি ঢালুতে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানিকারকরা ট্যাক্সের নামে ভোগান্তির শিকার (পর্ব-০৪)

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
************************************************************************
লামা-আলীকদমের কৃষিপন্য রপ্তানিকারকদের থেকে ইজারাদাররা একই পন্যের উপর একাধিকবার  কর নিচ্ছেন। বিষয়টির প্রতি কারো নজর নেই। পাহাড়ে বর্ষার সবজি উৎপাদন প্রায় শেষের পর্যায়। এর মধ্যে জুমে উৎপাদিত পাহাড়িদের নানান জাতের সবজি ও ফলমূল বাজার সয়লাব হতে শুরু করেছে। জুমের মিষ্টি কুমড়ো, মরিচ, বেগুন, খিরা, কাকরল, মসল্লা জাতীয় পাতা, লাউসহ নানা রকম জুম ফসলে ভরা বাজার। ভাদ্র মাস জুমের সবচেয়ে ব্যস্ততম সময় কাটায় জুমিয়ারা। ফসলের পরিচর্যার পাশাপাশি এসময় পরিপক্ক ফসল নিয়ে বাজারে আসতে শুরু করেছে জুম চাষীরা। এসবের মাঝে রয়েছে, চিনারগুলা, মারফা, ভূট্টা, বাঁশ করুল, পাহাড়ি ধাইন্যা মরিচ, পাহাড়ি আলু, জামবুরা, চাইলতা, কামরাঙ্গা ইত্যাতি। রাসায়নিক সারের কম ব্যবহারে পাহাড়ে উৎপাদিত জুমের ফসল এখন সরাসরি রাজধানি ঢাকা শহরেও বিক্রি হয়। পাহাড়িদের ঐতিহ্যগত চাষ ফসল হিসেবে এসব পণ্যে শহরবাসীকে ব্যতিক্রম স্বাধে মুগ্ধ করে। এ কারণে ভাদ্রমাস ব্যপি জুমে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি ও ফলমূল ট্রাক-পিকআফ যোগে শহর বন্দরে যায়। এসব কৃষিপণ্য শহরে পৌঁছতে পথে কয়েকদফা ট্যাক্স প্রদান করতে হয়।
চট্টগ্রামস্থ অভ্যান্তরীণ রপ্তানি কারক রফিক উদ্দিন মাহমুদ জানান, চলতি মৌসুমে সে লামা উপজেলার রুপসিপাড়া থেকে শুধু ৪০ লাখ টাকার চিচিঙ্গা সবজি কিনেছেন। প্রতি কেজির গড় মূল্য ৩০ টাকা। এসব সবজি পরিবহনকালে সে একাধিক পয়েন্টে টোল/ট্যাক্স দিতে হয়। এর মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নে দিতে হয় পিকআফ প্রতি আটশ্ টাকা, এবং একই পরিবহনকৃত পণ্যের উপর কুমারী টুল পয়েন্টে জেলা পরিষদ ইজারাদারকে দিতে এক হাজার টাকা।