সভাপতি আব্দু শুক্কুর, সাধারণ সম্পাদক মো. হানিফ!!!
লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচন সম্পন্ন।
কার্টেসিঃ মোহাম্মাদ রফিকুল ইসলাম, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবানের সর্ববৃহৎ সমবায় সমিতি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নবম ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে সর্বোচ্চ ১৫৭৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আব্দুর শুক্কুর এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী হারিকেন প্রতীক নিয়ে এ.এম ইমতিয়াজ পেয়েছেন ৮৪২ ভোট, মো. নুরুল ইসলাম ফরিদ ছাতা মার্কা প্রতীক নিয়ে ৩৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে অন্যকোন প্রতিদ্বন্ধী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছে মোঃ ফরিদুল আলম।
অপরদিকে আনারস প্রতীক নিয়ে ১৪৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মোঃ হানিফ, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ শফিউল আলম হাত পাখা প্রতীক নিয়ে ৫১৪ ভোট পেয়েছেন, মোঃ নাজিম উদ্দীন টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৫ ভোট। মোঃ নুরুজ্জামান আম প্রতীক নিয়ে ১৫২৪ ভোট পেয়ে । ডিরেক্টর-১ পদে নির্বাচিত হয়েছেন, মোঃ মোজাম্মেল হক মই প্রতীক নিয়ে ১১৯৭ ভোট পেয়ে ডিরেক্টর-২ পদে নির্বাচিত হয়েছেন, মোঃ সুলতান আহম্মদ তালাচাবি প্রতীক নিয়ে ১০৬২ ভোট ডিরেক্টর-৩ পদে নির্বাচিত হয়েছে।