কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান,সাংবাদিক, লামা, বান্দরবান
পার্বত্য জেলা।
***************************************************************
***************************************************************
লামা উপজেলায় মাতামুহুরী নদী ও শাখা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে অনেক ঘরবাড়ি, ফসলি
জমি, জনবসতি। ৩০ বছরে লামা খালের তীব্র স্রোতে তলিয়ে গেছে একটি প্রাচীন জনপদ,
ভাঙ্গনের মুখে রয়েছে একটি গার্ডার ব্রিজসহ বহু বসতি ও দোকান পাট।
লামা উপজেলার বিভিন্ন স্থানে নদীর ভাঙ্গনে বসত ঘর, দোকান
পাট, ফসলি জমি বিলিন হয়ে গেছে। গত ৩৫ বছরে দরদরী মৌজায় লামা খালের উত্তর তীরে গড়ে উঠা
একটি বাঙ্গালী পাড়ার
৯০% তলিয়ে গেছে খালের গর্ভে। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ফলে ৬০’র দশকে তৎকালীন
সরকারের পূনর্বাসন-এর আওতায় গড়ে উঠেছিল এই পাড়াটি। পাড়ার একাংশের নাম ইব্রাহীম লিডারপাড়া,
অপর অংশ হৃদয় মাষ্টার
পাড়া। স্থানীয় বান্দিারা জানায়, বিগত ৩০/৩৫ বছরে লামা খালের তীব্র স্রোতে উত্তর তীরের কয়েকশো ফুট জনবসতি
ও বানিজ্যিক এলাকা খালে তলিয়ে যায়।
স্থানীয় মো: ইসহাক, আবুল হোসেন, আবদুল মান্নান জানান,
গত তিন বছরে এই খালের ভাঙ্গন বেড়ে চলছে। আবু তালেব সওদাগর জানান, খালের ভাঙ্গনে এখানকার
প্রাচীন বসতিসহ বানিজ্যিক এলাকার অনেক অংশ তলিয়ে গেছে। কয়েক বছর পূর্বে নির্মিত খালে
উপর একটি গার্ডার ব্রিজ-এর নীচ পর্যন্ত খালের পাড় ভাঙ্গন ধরেছে। ভাঙ্গনরোধে পানি উন্নয়ন
বোর্ড, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এলজিইডি অথবা জলবায়ু তহবিলের অর্থায়নে কর্তৃপক্ষ
এগিয়ে আসা উচিৎ।প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বডুয়া জানান, বৈশ্বিক জলবায়ুর বিরুপ প্রভাব খাল-নদীগুলো নাব্যতা হারিয়ে প্রশস্ত হচ্ছে। এর ফলে এক তীরে ভাঙ্গন ধরে বাস্তহারা হচ্ছে স্থানীয়রা। অন্য তীরে জেগে উঠা চরে প্রতি বছর পরিবেশ বিদ্ধেষী তামাক চাষের ফলে নাব্যতা সংকট চরমাকার ধারণ করছে। এসব ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকা উচিৎ বলে মনে করেন এই প্রবীন সাংবাদিক।
উপজেলা এলজিইডি কর্মকর্তা মোবারক হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ড অথবা যে কোন কর্তৃপক্ষ ভাঙ্গন রোধে অর্থ বরাদ্দ দেয়া উচিৎ। নচেৎ রুপসিপাড়া সড়কের অংহ্লাপাড়া গার্ডার ব্রিজটির উপর ভাঙ্গন প্রভাব পড়তে পারে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাছিংপ্রু মার্মা জানান, পুরাতন একটি বাঙ্গালীপাড়া ও বানিজ্যিক এলাকা খালের তীব্র স্রোতে তলিয়ে যাচ্ছে। খুব দ্রুত লামা খালের ভাঙ্গন রোধে ব্যবস্থা নিয়ে এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষ নজর দেয়া দরকার।