কার্টেসিঃ এম.বশিরুল আলম, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্যজেলা।
.............................................................
লামায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের শেষ কিস্তির চেক বিতরণ ও দুই দিন ব্যাপি হেল্থ ক্যাম্প ও উদ্বোধন হয়েছে।
সোমবার দুপুরে লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী এর আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ভাতাভোগী মা ও সন্তানদের জন্য এ হেল্থ ক্যাম্প-এর আয়োজন করা হয়। এসময় তিন শত জন মাকে তিন হাজার টাকা করে চেক প্রধান করেন।
উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জিয়াউল হক, লামা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান।
বক্তারা বলেন, সদাশয় সরকারের কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্পটি শিশুর যত্ন ও প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। নারীরা স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একজন সুস্থ্য দুগ্ধ মা তার সন্তানকে শারিরীক ও মানসিক গঠনে সাহায্য করে। বাল্য বিবাহ রোধে সকল মাকে সচেতন হতে হবে।