Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Monday, October 2, 2017

লামায় অবৈধ মাদকদ্রব্যসহ ধৃত তিনজনের কারাদন্ড!!!



আজ লামা উপজেলাস্থ ইয়াংছা আর্মি চেক পোস্ট এ বাংলাদেশ পুলিশ লামা থানা কর্তৃক অবৈধ মাদকদ্রব্যসহ ধৃত তিনজন আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পানবাজার এলাকার সিলেটি পাড়ার বাসিন্দা আবদুল বারেক (৪৫) পিতা-মৃত ইউনুছ মিয়া ও উত্তর পালং পাড়ার বাসিন্দা মো. নবী (৩০) পিতা-কবির আহমদ এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কুলারপাড়ার বাসিন্দা মোহাম্মদ নুর (২৩) পিতা-মো. কাশেম।
জনাব খিনওয়ান নু, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, লামা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ র ২২ (খ) আওতায় ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এসময় জব্দকৃত ইয়াবাসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।