বিশেষ কৃতজ্ঞতা: তথ্য ও ছবি: উথোয়াই মার্মা জয়, উদীয়মান ব্লগার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
*************************************
লামায় উপজেলা শিশুদের মৌসুমি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে প্রাথমিক-মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বির্তক, দেশাত্মবোধক জারিগান ও নৃত্য প্রতিযোগিতা মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল সভাপতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) শারাবান তহুরা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার যতিন্দ্র মোহন মন্ডল, জনাব মোঃ মোহায়মেনু, সহকারী প্রোগ্রামার(আইসিটি), একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, রোরাল ডেভেলপম্যান্ট বোর্ডে সমন্বয়ক গোপাল চক্রবর্তী, লামামুখ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুর শুক্কুর। অনুষ্ঠান সঞ্চালন করেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন।
অনুষ্ঠানের বিজয়ীদেরকে আগামী ১৬ অক্টোবরে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করানো হবে।