কার্টেসিঃ মোহাম্মদ
কামারুজ্জামান,সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
*****************************************************
লামা জাতীয়
কণ্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ‘কণ্যাশিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’
এই স্লোগানকে প্রতিপাদ্য করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয়দের
সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত
দিবসের কর্মসূচীর অংশ হিসেবে র্যালিতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার
খিনওয়ানু।
এতে উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, মহিলা
বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা, নারী ফোরামে নেত্রী
উপজেলা ভাইস চেয়ারম্যান শরাবান তহুরাসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও সাংবাদিকরা উপস্থিত
ছিলেন।
র্যালি শেষে এক আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, পুরুষ শাষিত সমাজ ব্যবস্থায় কণ্যাশিশুরা নারীর ন্যায় নানাভাবে শোষনের শিকার। সরকার এই বাস্তব নির্মমতা থেকে বেরকরে আনতে, কণ্যা শিশুদের অনুকুল পরিবেশ সৃষ্টিতে কাজ করছেন। উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু বলেন, সরকার নারী বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কণ্যা শিশুদের সাভাবিক বিকাশে কাজ করছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা বলেন, নারী ক্ষতায়নের প্রথম দাফ কণ্যাশিশুদের মানসিক বিকাশে সমোচিত প্রয়াস নিয়েছেন সরকার।
র্যালি শেষে এক আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, পুরুষ শাষিত সমাজ ব্যবস্থায় কণ্যাশিশুরা নারীর ন্যায় নানাভাবে শোষনের শিকার। সরকার এই বাস্তব নির্মমতা থেকে বেরকরে আনতে, কণ্যা শিশুদের অনুকুল পরিবেশ সৃষ্টিতে কাজ করছেন। উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু বলেন, সরকার নারী বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কণ্যা শিশুদের সাভাবিক বিকাশে কাজ করছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা বলেন, নারী ক্ষতায়নের প্রথম দাফ কণ্যাশিশুদের মানসিক বিকাশে সমোচিত প্রয়াস নিয়েছেন সরকার।