Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, October 17, 2017

লামায় জাতীয় কণ্যাশিশু দিবস পালিত...



কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান,সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
 *****************************************************
লামা জাতীয় কণ্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায়কণ্যাশিশুর জাগরণ আনবে দেশে উন্নয়নএই স্লোগানকে প্রতিপাদ্য করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয়দের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত দিবসের কর্মসূচীর অংশ হিসেবে র‌্যালিতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ানু। 
এতে উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা, নারী ফোরামে নেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান শরাবান তহুরাসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে এক আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, পুরুষ শাষিত সমাজ ব্যবস্থায় কণ্যাশিশুরা নারীর ন্যায় নানাভাবে শোষনের শিকার। সরকার এই বাস্তব নির্মমতা থেকে বেরকরে আনতে, কণ্যা শিশুদের অনুকুল পরিবেশ সৃষ্টিতে কাজ করছেন। উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু বলেন, সরকার নারী বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কণ্যা শিশুদের সাভাবিক বিকাশে কাজ করছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা বলেন, নারী ক্ষতায়নের প্রথম দাফ কণ্যাশিশুদের মানসিক বিকাশে সমোচিত প্রয়াস নিয়েছেন সরকার। 
মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দেশের নারী সমাজকে উন্নয়নের কাতারে যুক্ত করতে নারী বান্ধব পরিবেশ তৈরি করেছেন। বাল্য বিবাহ রোধে কাজ করে কণ্যা শিশুদের সাভাবিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অনুকুল অবয়ব গড়ে তুলতে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রয়াস অব্যাহত রেখেছে বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।