Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Sunday, December 24, 2017

অখন্ড লামা রক্ষার দাবীতে লামার রাজপথে নেমেছে হাজার মানুষ

অখন্ড লামা রক্ষার দাবীতে লামার রাজপথে নেমেছে হাজার মানুষ:
লামা’র সরই ইউনিয়নে গণশুনানী বন্ধের দাবীতে মানববন্ধন
কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
************************************
************************************
লামা উপজেলার অন্তর্গত আজিজ নগর, সরই, গজালিয়া এবং ফাইতং ইউনিয়নকে বিভক্ত করে ‘সরই’ নামক একটি পৃথক উপজেলা করার গণশুনানী বন্ধের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ স্মারকলিপি পেশ করেছেন।  রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর সম্মুখে প্রধান সড়কে হাজার মানুষের অংশ গ্রহনে প্রায় ১ কি:মি; সড়কজুড়ে মান্ববন্ধন করে বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ তরুণ প্রজম্ম;র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একটি রাজনৈতিক সংগঠনের বর্ধিত সভার উপস্থিতির স্বাক্ষরকে তাদের অজান্তে মনগড়া আবেদনকারী দেখিয়ে ‘সরই’ নামক পৃথক একটি উপজেলা গঠনের পায়তারা করছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এবং এ লক্ষ্যে লামা উপজেলা প্রশাসন কর্তৃক ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গণশুনানী বন্ধ করার দাবী জানানো হয়।
বক্তারা বলেন, সরইকে পৃথক উপজেলা করার কোন আবেদন তারা করেননি এবং এ বিষয়ে মোটেও অবগত নয় স্থানীয়রা। একটি উচ্চ বিলাসী মহল নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য মনগড়াভাবে জেলা প্রশাসক এর নিকট বান্দরবান পার্বত্য জেলার অন্তর্গত আজিজনগর, সরই, গজালিয়া এবং ফাইতং ইউনিয়নকে বিভক্ত করে ‘সরই’ নামক পৃথক একটি উপজেলা গঠনের লক্ষ্যে; এলাকাবাসীর বরাত দিয়ে একটি মিথ্যা আবেদন করা হয়েছে বলে স্মারলিপিতে উল্লেখ করা হয়।
এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রস্তাব প্রেরণের লক্ষ্যে জনমত জরিপের নিমিত্ত লামা উপজেলা প্রশাসন কর্তৃক ২৮/১২/২০১৭ তারিখ বৃহস্পতিবার বেলা ১১ টায় সরই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে এক মতবিনিময় সভা গণশুনানীর আয়োজন করেন। মিথ্যা আবেদনের প্রেক্ষিতে সরকারের গৃহীত সিদ্ধান্তের ফলে এই গণশুনানীকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় বিভ্রান্তিকর, হতাশা গ্রস্থ,  প্রতিবাদমূখর  জনতা ফুসে উঠেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল জনস্বার্থ বিরোধী, পূঁজিবাদ মহলের আবেদন যাচাই না করে কর্তৃপক্ষ উক্ত মনগড়া উক্ত আবেদনটি আমলে নিয়ে লামা উপজেলাকে দ্বি-খন্ডিত করণের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই মিথ্যা আবেদনের প্রতিবাদ ও লামা উপজেলাকে দ্বি-খন্ডিত করার ষড়যন্ত্র উল্লেখ করে সরই ইউনিয়নকে উপজেলা করার সরকারি সিদ্ধান্ত বাতিলের জন্য প্রধান মন্ত্রী’র নিকট স্মারকলিপি পেশ করেছেন স্থানীয়রা।
এদিকে সরইকে পৃথক উপজেলা করণের কার্যক্রম বন্ধসহ লামাকে জেলা ও অখন্ড লামার ঐতিহ্য রক্ষায় ৬দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন উপজেলাবাসী। ঘোষিত কর্মসূচীর মধ্যে ২৭ ডিসেম্বর অর্ধদিবস হরতা ও ২৮ ডিসেম্বর পূর্নদিবস হরতলে ডাক দেয়া হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্যদেন, লামা প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সেক্রেটারী ও নাগরিক ফোরামের আহ্বায়ক মো.কামরুজ্জামান, রিপোর্টাস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, ব্যবসায়িক সংগঠনের সেক্রেটারী জাপান বড়ুয়া, লামা রক্ষা পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী মো: শাহিন, সাংবাদিক ফরিদ, ছাত্র নেতা লামা রক্ষা পরিষদের সদস্য সচিব সোহেল, মাহিন্দ্রা মালিক সমিতির নেতা জালাল উদ্দিন, মো: শাহিন আলম প্রমূখ ।