Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Sunday, December 3, 2017

সরকারী সফর শেষে ইউএনও লামা খিনওয়ান নুর কর্মস্থলে যোগদান

কার্টেসিঃ এম.বশিরুল আলম, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
.............................................................
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তায় গত ১৮ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভিয়েতনাম অবস্থান করেন ১৮ বিশিষ্ট টিমের সদস্যরা।

অফিস সূত্রে জানা যায়, উক্ত সফরের প্রকল্পের সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য পেশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু।
ভিয়েতনাম এ আটদিনব্যাপী “Exposure Visit to Rural Transformation Program: The Vietnam Experience” সরকারী সফর শেষে নিজ কর্মস্থলে আজ ৩ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় যোগদান করেন।

এসময় লামা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা প্রশাসনের সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।তিনি সকলের খোঁজখবরনেন এবং সকলকে ধন্যবাদ জানান।

তিনি উপস্থিত সকলকে তার ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন ।।।