Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Wednesday, December 13, 2017

লামায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে

"সবার জন্য নিরাপদ ইন্টারনেট" 'আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলা বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় পালিত হয়েছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খিনওয়ান নু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি)সহ উপজেলাস্থ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল-লামা উপজেলা, সভাপতি-লামা প্রেসক্লাব, সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, প্রতিনিধি-অফিসার ইনচার্জ-লামা থানা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিকদলের নেতৃর্বৃন্দ, এনজিওসহ বিভিন্ন পেশাজীবি ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক মন্ডলী, সাংবাদিক, উপজেলাস্থ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এবং  বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইসিটি প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এসময়  সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরা হয়।