Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Monday, December 18, 2017

লামায় আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০১৭ পালিত

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
*********************************
লামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। “নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” এই স্লোগানকে প্রতিপাদ্য করে লামায় পালিত হলো আর্ন্তজাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় র‌্যালিত্তোর উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াই নূ অং চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান, অন্যান্যদের মাঝে বক্তব্যদেন, উপজেলা সমাজ সেবা অফিসার, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এম ইমতিয়াজ, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম ফরিদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: কামরুল ইসলাম পলাশ।
সভায় বক্তারা বলেন, আর্থসামাজিক উন্নয়নে অভিবাসী কর্মীদের অবদান; বড় একটি জায়গা করে নিয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে অভিবাসীদের ভুমিকা যেমন বড়, তেমনি অদক্ষ অভিবাসীদের বিষয় নিয়ে ভোগান্তি হচ্ছে। এ থেকে উত্তরণের জন্য প্রত্যাক নাগরিককে সচেতন হতে হবে। বিভিন্ন ট্রেডে কাজ শিখে দক্ষ জনবল হয়ে, অভিবাসী হলে নিজে ও দেশের উন্নয়ন সম্ভব। এ সংক্রান্ত সরকারের সমাজ সেবা বিভাগসহ সংশ্লিস্টরা সহায়তা দিয়ে চলছে।
বক্তারা আরো বলেন, প্রতি বছর দেশে ২০ লাখের বেশি নারী-পুরুষ আন্তর্জাতিক শ্রমবাজারে যুক্ত হচ্ছেন। এ বিপুলসংখ্যক মানুষের জন্য দেশে কর্মসংস্থান করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। বিশেষ করে সরকারী ও কলকারখানায় এতসংখ্যক কর্মীকে যুক্ত করা যায় না। এ কারণে বিপুলসংখ্যক কর্মী বিদেশে চাহিদা থাকায় চাকরি নিয়ে যান। চলতি বছরে এ পর্যন্ত বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় আট লাখেরও অধিক। অনুষ্ঠানে সরকারি তথ্যের বরাত দিয়ে বলা হয়, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারের মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ বাস্তবায়ন করছে। এরমধ্যে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অবৈধ অভিবাসন প্রক্রিয়া বন্ধ করা। অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তদের নৈতিকতা ও মূল্যবোধে আবদ্ধ হয়ে মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। এছাড়া অধিক মুনাফা লাভের আশায় অনৈতিকভাবে কোন কর্মীকে বিদেশে পাঠিয়ে বিপদে না ফেলা, প্রবাসী কর্মীদের মর্যাদা ও সম্মান কোনভাবেই ক্ষুন্ন হতে না দেয়া। সব পক্ষ মিলে এ কাজগুলো করা হচ্ছে।