Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Monday, January 1, 2018

লামায় উৎসব মুখর পরিবেশে নতুন বই পেল ৩৭ হাজার ৯৪ জন শিক্ষার্থী!!!



কার্টেসিঃ রফিকুল ইসলাম, সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
সারাদেশের ন্যায় লামা উপজেলার ১২৩টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ হাজার ৯৪ জন শিক্ষার্থী পেল নতুন বই। নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে সকল প্রতিষ্ঠানে পালিত হল বই বিতরন উৎসব। নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে আনন্দে উচ্ছাসিত ছিল ক্ষুদে শিক্ষার্থীরা। 
লামার নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনের মধ্য দিয়ে শুরু হয় প্রাথমিক পর্যায়ের বই বিতরন উৎসব। বই বিতরন উৎসবে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আলী আক্কাস, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, পৌর কাউন্সিলর জাহানারা বেগম। এছাড়া সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতি ব্যাক্তিবর্গ, অভিভাবক ও কচিকাচাঁ শিক্ষার্থীরা বই উৎসবে অংশ নেয়। নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো. সাইফুদ্দিন।
সোমবার (১ জানুয়ারি) এর পরে অতিথিরা অন্যান্য বিদ্যালয়ে বই উৎসবে অংশ নেয়।
বিশেষ করে বই উৎসবে জমকালো আয়োজন করে নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাইনঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছাগলখাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এবার উপজেলার প্রাথমিক পর্যায়ের ৮৫টি সরকারী বিদ্যালয়, ৬টি বে-সরকারী বিদ্যালয়, ৬টি কিন্ডার গার্ডেন ও ৫টি এনজিও স্কুল সহ মোট ১০২টি স্কুলের ২৭ হাজার ৯৪ জন শিক্ষার্থী নতুন বই পেয়েছে। 
মাধ্যমিক পর্যায়ে সর্ব প্রথম লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। এসময় আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী করিমুল মোস্তফা স্বপন, পৌরসভার কাউন্সিলর মো. রফিক, সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, রাজনীতি ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, অভিভাবক ও কচিকাচাঁ শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ। ধারাবাহিক ভাবে লামার আরো ২০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন করা হয়। 
নতুন বছরে মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, জুনিয়র বিদ্যালয় ও এবতেদায়ী মিলে মোট ২১টি প্রতিষ্ঠানে ১০ হাজার শিক্ষার্থী নতুন বই পেয়েছে।