Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, November 14, 2017

লামায় মাসিক আইন শৃঙ্খলা, সধারণ সভাসহ বিজয় দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত...

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান।
******************************************
লামা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সধারণ সভা ও বিজয় দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু-এর সভাপতিতে অনুষ্ঠিত বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সায়েদ ইকবাল, স্বা:প:প: কর্মকর্তা ডা: উইলিয়াম লুসাই, ভাইস চেয়ারম্যান শরাবান তহুরা, ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-১৭ যথাযথ মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার আহবান জানানো হয়। আনঁন্দঘন পরিবেশে দিবসটি সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও কর্মসূচী নির্ধারণসহ দিবস উদযাপন কমিটি, উপ-কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধানদ্বয়, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১২টায় নির্বাহী অফিসারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির ৫টি বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে; উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, আইন শৃঙ্খলা কমিটির সভা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা।
সভায় বক্তরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের তুলনায় পার্বত্য লামা উপজেলার আইন শৃঙ্খলা সন্তোষজনক। সভায় আজিজ নগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, আজিজ নগর হেডম্যানপাড়ায় বিপুল পরিমান চোলাইমদ তৈরি হচ্ছে। কিছুদিন পর পর বিভিন্ন বাহিনী অভিযান করে এসব মদ ও তৈরির উপকরণ জব্দ করে কোন রকম এ অবস্থা নিয়ন্ত্রনে রাখা হচ্ছে।
কিন্তু ইদানিংকালে বেলাল হোসেন মধু নামের একজন ইয়াবা ছড়িয়ে দিচ্ছে পুরা ইউনিয়নে। ইয়াবা সম্রাট বেলাল হোসেনে ৩টি বাড়ি-ঠিকানা রয়েছে; এর মধ্যে আজিজ নগর ইউনিয়নে ২টি বাড়ি ও পার্শ্ববর্তী হারবাং এলাকায় রয়েছে আরেকটি বাড়ি। এর ফলে তাকে ধাওয়া করা হলে সে বিভিন্ন ঠিকানায় অবস্থান নেয়। এছাড়া ওই ইউনিয়নে বাহাদুর আলম টিসু ও স্থানীয় ভিডিপি পিসি নুর আলী নামের এ দু’জন ভূমি দস্যুতা ও সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষকে অতিষ্ট করে তুলেছে। অপরাধিদের সাথে আজিজ নগর পুলিশ ক্যাম্পের আইসির যোগসাজস রয়েছে বলে চেয়ারম্যান জসিম উদ্দিন প্রকাশ্য সভায় অভিযোগ করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বিগত মাসের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পাদিত কর্মকান্ডের বর্নণা দিয়ে বলেন, থানায় ৫টি মামলা হয়েছে। ওয়ারেন্ট তামিল করা হয়েছে-৪৫টি, উপজেলার ইয়াংছা ও গজালিয়া এলাকায় ধর্ষণ ও ধর্ষনের চেষ্টায় ভিডিপি পিসিসহ ২ জন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভিনদেশি দু’ভান্তে, ও মাদকসহ আরো একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর-এর কাজ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন উঠেছে।  উপজেলার সরই ইউনিয়ন হয়ে জেলা সদরের সংযোগ সড়কটিতে কয়েক মাসের ব্যবধানে দু’ মোটর চালক হত্যার ঘটনায় নিরাপত্তার অভাববোধ করছেন যাতায়তকারীরা। এমন শঙ্কা প্রকাশ করে বক্তারা বলেন, এসব খুনের অপরাধ থেকে কমিউনিটিকে রক্ষা করতে হলে; সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশ অফিসারারা গণসংযোগ অব্যাহত রাখতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছায় সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদেরকে আরো সতর্ক হওয়ার অনুরোধ জানানো হয়। কারণ ভূয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনেকে জমি বেছাবিক্রি সংক্রান্ত অনিয়মে জড়িয়ে পড়েছে। দুপুর ২টায় উপজেলা চেয়ারম্যান-এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভায় বিভাগীয় প্রধানরা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি ও পর্যালোচনা প্রতিবেদন প্রদান করেন। সভায় ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের মজুমদার তাঁ ইউনিয়নের গয়ালমারায় সেনা ক্যাম্প স্থাপন করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।