Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Sunday, November 12, 2017

লামায় ছাত্রলীগের কান্ডারী হলেন মংক্যহ্লা ও শাহিন

লামা উপজেলায় ছাত্রলীগের সভাপতি মংক্যলাং, সাধারণ সম্পাদক শাহিন

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান,সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
************************************

“শিক্ষা শান্তি প্রগতির নামে মোরা মুজিবের সৈনিক কাপিয়ে তুলবো সারা চরাচর মোরা কাপাবো দিগ্বিদিক ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ”!!!!

লামা উপজেলা ও শহর শাখা ছাত্রলীগ কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদ ঘোষণা

লামা উপজেলা ও শহর ছাত্রলীগের সম্মেলন শেষে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারী ও সাংগঠনিক পদ সমুহের ঘোষণা করেছেন কেন্দ্রিয় কমিটি। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ শনিবার ১১ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা ও শহর শাখার বার্ষিক সম্মেলন ছিল। ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও জমজমাট আয়োজনের মধ্যদিয়ে সফল সমাপ্তি ঘটেছে এই সম্মেলনের। সূত্রে জানাগেছে; উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মংসুইহ্লাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো: শাহিনকে সেক্রেটারী ঘোষণা করা হয়েছে।
**
অপরদিকে লামা শহর শাখার সভাপতি পদে বিপ্লব নাথ ও সেক্রেটারী পদে সুমন মাহমুদকে ঘোষণা দেয়া হয়েছে। দিন ব্যাপি নানা কর্মসূচী শেষে সন্ধ্যায় লামা শহর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার পর শহর জুড়ে ছড়িয়ে পড়ে খন্ড খন্ড আঁনন্দ মিছিল।
**
ঘোষিত ছাত্রলীগ নেতারা আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগের সুমহান ত্যাগ দায়িত্বশীলতায় ছাত্ররাজনীতির গৌরবময় ঐতিহ্য রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম বেগবান করবেন; বর্ণময় সভ্যতার এই উপজেলায়।এই নবীন নেতৃত্বে সকল অপশক্তি আর ষড়যন্ত্রকারিদের কবল থেকে মুক্ত হবে সমাজ; এমন প্রত্যাশা সকলের।