Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Friday, March 17, 2017

চট্টগ্রামে এলইডিপি স্টাডি গ্রুপের বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন

চট্টগ্রামের লোহাগড়া উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর বেদীতে পুস্পস্তবক এবং কেক কাটার মাধ্যমে এলইডিপি স্টাডি গ্রুপ, চট্টগ্রাম শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করা হয়েছে। পরে এ উপলক্ষে ‘‘মুজিব থেকে বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ ফিজনূর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. ইলিয়াস এবং ডিজিএফআই প্রতিনিধি মিনহাজ চৌধুরী।
লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্টের প্রজেক্টের চট্টগ্রামের প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজিত এ আলোচনা সভাতে প্রধান অতিথি বলেন, প্রত্যেক তরুণকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে এবং তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দায়িত্ব এ তরুণদেরই।  তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে ৭১ এর আগের বঙ্গবন্ধুর জীবনীকেও ভালভাবে জানতে হবে।
অনুষ্ঠানে মো. ইলিয়াস বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের ৬২০৮টা শব্দকে বিশ্লেষণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে, এদেশের উন্নতির জন্য সবাইকে সবার প্রথমে বঙ্গবন্ধুর মত করেই দেশকে ভালবাসার প্রতি আহবান জানান মিনহাজ চৌধুরী।
সভাপতি তার বক্তব্যে বলেন, প্রত্যেক তরুণকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এ সময় তিনি মেয়েদেরকে আরো রাজনৈতিক সচেতন হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে এলইডিপি স্টাডি গ্রুপের প্রশিক্ষতাহসিন চৌধুরী বলেন,  লানিং এন্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে যারা ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছে, তারা যদি প্রত্যেকে কমপক্ষে ৫জনকে ব্যক্তিগত উদ্যোগে প্রশিক্ষিত করে, তাহলে দেশে আর বেকার থাকবেনা। দক্ষ তরুণ গড়ে তোলার এ কার্যক্রমকে অব্যাহত রাখার জন্যই রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের পক্ষ হতে এলইডিপি স্টাডি গ্রুপের প্রতিষ্ঠা হয়েছে।
লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের প্রশিক্ষণার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করা সুন্দর ডিজাইনের জন্য আয়াতুল ইসলামকে প্রধান অতিথির পক্ষ থেকে ও সভাপতি রেদওয়ানুল হক সুজনের পক্ষ থেকে বিলকিছ ফাতেমাকে ‌বঙ্গবন্ধুর `অসমাপ্ত আত্মজীবনী' বইটি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
বিশেষ কৃতজ্ঞতা: তথ্য ও ছবি: তাহসিন চৌধুরী, লোহাগড়া, চট্টগ্রাম জেলা।