Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Wednesday, March 1, 2017

লামা উপেজেলার বন ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান


লামা উপজেলা প্রশাসনের কঠোর নজরদারীতে প্রাকৃতিক পরিবেশের নীরব ঘাতক পাচারকারীদের রাতের ঘুম হারাম। একের পর পর এক সফল অপারেশনের মাধ্যমে অবৈধভাবে বনজ পাথর পাচারকাজে জড়িতদের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লাভবান হচ্ছেন সদাশয় সরকার।
পাশাপাশি আমরা উপজেলাবাসী গর্বিত এমন একজন মহৎপ্রাণ উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু মহোদয়ের সহচর্জ পেয়ে।
 আজ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে পাথর পাচারকালে সেনাবাহিনী পাথর বোঝাই তিনটি ট্রাক জব্দ করে। জব্দকৃত প্রায় ১০০০ ঘনফুট পাথরগুলো আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, লামা। এসময় মোটরযান অধ্যাদেশ আইনের আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ট্রাকের মালিক ও ড্রাইভারকে জরিমানা করে উপস্থিত জনসাধারণের সম্মুখে নিলাম দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় স্তুপিকৃত প্রায় ১৫০০ ঘনফুট পাথর জব্দ করে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, লামা।