বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদা ও
উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা
প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিবারের ন্যায় রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ
ধ্বনির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।
ভোর সাড়ে ৬টায় লামা উপজেলা
স্মৃতিস্তম্ভে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,
রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর লামা সরকারি
উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াচ ও শরীর চর্চা
প্রর্দশন করা হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা
উত্তোলন ওমার্চপাস্টে সালাম ও অভিবদান গ্রহণকরেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং
চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়াননু, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল,
পৌর মেয়র জহিরুল ইসলাম, লামা থানা ইনর্চাজ আনোয়ার হোসেন। পরে উপজেলা পুলিশ বাহিনী,
আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীরা অংশ নেয়।
বিশেষ
কৃতজ্ঞতা: তথ্য ও ছবি: উথোয়াইমার্মা জয়, লামা, বান্দরবান পার্বত্য
জেলা।