Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Wednesday, March 22, 2017

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পানি দিবস-২০১৭ উদযাপিত

দেশের মানুষের কল্যাণে পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টির জন্য অদ্য ২২ মার্চ ২০১৭ লামা উপজেলায় “বিশ্ব পানি দিবস ২০১৭” উদযাপন করা হয়েছে।

বিশ্ব পানি দিবস-২০১৭ উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারি সংস্থাসমূহের সহযোগিতায় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা।
 দিবসের তাৎপর্য বিবেচনায় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সর্বস্থরের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।