Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Friday, March 30, 2018

ফুলেল সংবর্ধনায় লামার নবাগত ইউএনও নূর-এ-জান্নাত রুমী

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্যজেলা।
************************************লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমী তাজা ফুলের স্নিগ্ধ ছোঁয়ায় সংবর্ধিত। লামা নবাগত ইউএনও ২৮ মার্চ বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত বুঝে নিয়ে দাপ্তরিক কাজে মনোনিবেশ করেন। যোগদানের প্রথম কার্যদিবসে পার্বত্য মন্ত্রীর পটকল হিসেবে শেখ রাসেল স্মৃতি ফুটবল কাপ এর ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে চাম্পাতলী মাঠে উপস্থিত হন। বৃহস্পতিবার সকাল থেকে সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসারের কার্যালয় ছিল লোকারণ্যে পরিপূর্ন।
**
সকাল ১০টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক “দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে দূর্নীতিমুক্ত সমাজ, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তরুণ প্রজম্মসহ সকল সেক্টরের উদ্দেশ্যে নৈতিকতা-দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান জানান। এর আগে সকাল থেকে দলে দলে বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ, সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং কর্মচারী-কর্মকর্তারা তাজা ফুলেল শুভেচ্ছা জানান নবাগত ইউএনও কে।
**
বেলা ১২টায় লামা প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব-এর সাংবাদিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিক দেখা করেন নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমীর সাথে। এসময় তিনি এলাকার উন্নয়নে সরকারের যাবতীয় কর্মকান্ড তরান্বিত করা ও আইন শৃঙ্খলার স্বাভাবিকতা বঝায় রাখতে মিডিয়ার সর্বাত্বক সহযোগিতা প্রত্যাশা করেন। সরকারের সকল উন্নয়নে জনকল্যাণ সাধিত হওয়ার পেছনে মাঠ প্রশাসনের ঐতিহ্যগত ভূমিকা যেমনি রয়েছে, তেমনি জনপ্রতিনধি, সাংবাদিক সু-শীল সমাজেরও রয়েছে গুরুত্বপূর্ন ভূমিকা। অত্যান্ত স্বাবলিল ও দৃড়তার সাথে এই নারী কর্মকর্তা বলেন, ‘সরকার যখন যে দায়িত্ব দিবেন; তা পালন করাই আমাদের মূল লক্ষ্য’।
**
তিনি বলেন, ভুলভ্রান্তি মানুষের হতে পারে; এর জন্য কাউকে দোষারোপ না করে সংশোধন হয়ার সুযোগ দেয়া উচিৎ। সূতরাং কোন বিষয়ে পূর্বে আলোচনা করে আত্মপক্ষ সমর্থনের পথ রেখে প্রচার করা যেতে পারে। এলাকায় সরকারের যাবতীয় উন্নয়ন কর্মকান্ড জনকল্যাণ ও গতিশীলতা আনতে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা চান।
এসময় লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান, সহসভাপতি এমটি রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল করিম আরমান, কোষাধক্ষ্য এম বশিরুল আলম, সদস্য সাহাবউদ্দিন রিটু, রিপোর্টাস ক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম, সদস্য আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।