"সোনালী আঁশের সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ” ও "বাংলার পাঠ বিশ্বমাত" প্রতিপাদ্য বিষয়কে উপজিব্য করে আজ লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাঠ দিবস -২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত পাঠ র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা। এসময় জনাব মো: জনাব সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) লামা ও পৌরসভার মেয়য় জনাব জহিরুল ইসলামসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন ও সংস্থা, সাংবাদিক ও শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলাস্থ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণ ও সহকারী শিক্ষকগণ ও কোমলমতি ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পাটজাতপণ্যের ব্যবহারকারীগণ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লামা বাজারের র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
The Green city surrounded by natural beauty and cool green. LAMA is ethnically Rich in unlimited natural resources. There are numerous small spiral wavy hills and mountains, flowing rivers glide. The combination of beautiful scenery, rich and varied cultural inheritance Lama, just as the artist's paintings on canvas. In this region, each of events is general activity, education, development, socioeconomic and political issues and also daily news and views are published on news channel.
Check PAGE RANK of Website pages Instantly
Check Page Rank of your Web site pages instantly: |
This page rank checking tool is powered by PRChecker.info service |