Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, July 11, 2017

লামায় ঘুর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্থদের বিষয়ে ইউএনডিপি’র কর্মশালা সম্পন্ন

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
লামায় ঘুর্ণঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের তালিকা যাচাই-বাছাই ও তালিকা চুড়ান্ত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিড, সিএইচটি, সিএইচটিডিএফ, ইউএনডিপি’র উদ্যাগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, নির্বাহী অফিসার খিনওয়ান নু, লামা পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলাম, ইউএনডিপির বান্দরবান জেলা সমন্বয়ক খুশিরাম ত্রিপুরা, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। এসময় রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা বলেন, ঘুর্ণিঝড় মোরা’র আঘাতের পরপরই পরপর তিন দফা বন্যায় ইউনিয়নের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে। লামা খাল-পোপা খাল নিয়ে মাতামুহুরীর নদীর ত্রিমোহনায় অবস্থান হওয়ায় রুপসিপাড়া ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্থ বলে চেয়ারম্যান ইউএনডিপিসহ সংশ্লিষ্টদের মনযোগ আকর্ষণ করেন। কর্মশালায় লামা সদর চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার স্বস্ব ইউপির ক্ষতির চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে সরই ইউপি চেয়ারম্যান মো: ফরিদুল আলম, ফাইতং চেয়ারম্যান জালাল উদ্দিন, গজালিয়া ইউপি সচিবসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।