Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, July 11, 2017

লামায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
লামায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ‘পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে মঙ্গলবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের উপর সন্তেষ্ট হয়ে বক্তারা বলেন, এ বিভাগের লোকবলের আন্তরিকতায় শিশুমৃত্যুর হার হ্রাসে; সাফল্যের জন্য প্রধান মন্ত্রী এমডিজি আ্যাওয়ার্ড-২০১০ অর্জন করেছেন।  দেশে জনসংখ্যার হার কমিয়ে আনতে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারী বৃদ্ধি ও ড্রপ আউটের হার হ্রাস পাচ্ছে। জম্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহনে নারীদের পাশা পাশি পরুষদেরকেও আগ্রহি করার জন্য বক্তারা পরামর্শ দেন। বক্তারা বলেন, পার্বত্যালাকার ভূ-বাস্তবতা ও প্রতিকুল পরিবেশের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের সাফল্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে নিরাপদ প্রসব ব্যবস্থা (গাইনি চিকিৎসা) নিশ্চিত করা হলে এ ক্ষেত্রে শতভাগ সফলতা আসবে। কমিউনিটি সহকারি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: উইলিয়ম লুসাই, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়রা বেগম, ডা: দেবনাথ, প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান প্রমূখ। বিগত এক বছরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে কয়েকজন কর্মচারীকে পুরুস্কৃত করা হয়।