লামা উপজেলার সরই ইউনিয়নে ২৫ মে বৃহস্পতিবার বিভিন্ন উন্নয়নমূল
কাজের উদ্বোধন
করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। লুলাইংমুখ বাজারে
ম্রো সমাবেশ, এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক্ষ জনকে নগদ ৩ হাজার টাকা ও ১ বান ঢেউটিন
প্রদান করেন। এরপর সরই ইউনিয়নের দূর্গম লুলাইং বাজারে এক জনসভায় বেলা ১টায়
বক্তব্য দেন। বিকেল সাড়ে ৩টায় সরই এলাকায়
১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর, ৪টায় হাসনাভিটা
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন, সরই ইউনিয়ন পরিষদ হতে
হাসনাভিটা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর, সরই হাইস্কুলের সম্প্রসারিত
ভবনের উদ্বোধন, হাসনাভিটা ধুমছাপাড়া সড়কের উদ্বোধন ও সরই এলাকায় নতুন ১১
হাজার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।
সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। বিশেষ অতিথি ছিলেন, লামা-আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহাবুব আলম পি.এস.সি, সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) হারুণ-অর রশীদ, বান্দরবানের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু প্রমূখ।
বৃহস্পতিবার
একদিনের সরকারি সফরে বিভিন্ন গণ্যমান্য
ব্যক্তিবর্গসহ সফরসঙ্গীদের সাথে এসময় সার্বিক সহযোগীতায় ছিলেন জনাব খিন ওয়ান নু, উপজেলা
নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।