লামায় ২০জন খামারির মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ বিভাগ সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে খামারিদের মাঝে ভেড়া বিতরণ করেন।
প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের “সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ (কম্পোনেন্ট-বি) ২য় পর্যায়ের প্রকল্প” বেড়া বিতরণ কর্মসূচির আওতায় ৬০টি ভেড়া প্রদান করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভেড়া বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক এএইচএম মনোয়ার হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, ৫নং সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার শেখ মাহবুবুর রহমান।