Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Sunday, May 7, 2017

লামায় মৎস্য সম্পদ রক্ষায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালনা

আজ বিকেলে লামা উপজেলা প্রশাসন  ও মৎস্য দপ্তরের উদ্যোগে মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্ট এ উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু'র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার করা হয়। এসময়  নদীর চর ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রম নিরোধে উদ্বুদ্ধকরণ এবং এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও জব্দকৃত অবৈধ জাল ও সরঞ্জামাদি জনসম্মুখে ধ্বংস করা হয়।  উপজেলা মৎস্য অফিসার জনাব রাশেদ পারভেজ রাজুসহ পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ লামা সসদর ইউপির চেয়ারম্যান এসময় উপস্থিত ছিলেন।